• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এএফসি বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশের তরুণীরা

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ০৭:২৫ পিএম

এএফসি বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশের তরুণীরা

ক্রীড়া ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (৩০ এপ্রিল) সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। নিজেদের সেরাটা দিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে পা রাখতে চায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

তুর্কমেনিস্তানের বিপক্ষে ৬ গোলের বিশাল জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের শুভসূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে বাংলার মেয়েদের সামনে সবচেয়ে বড় বাধা সিঙ্গাপুর। জয়ভিন্ন বিকল্প কোনো সমীকরণ নেই তাদের সামনে।

র‌্যাংকিং কিংবা শক্তিমত্তা, সব দিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে সিঙ্গাপুর। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭ গোলে হারিয়েছে তারা। তবে প্রতিপক্ষ শক্তিশালী হলেও এই ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। স্বাগতিকদের বিপক্ষে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে রুমা-কাননরা।


খেলাটা সিঙ্গাপুরে হলেও প্রথম ম্যাচে বাংলার জয়িতাদের সমর্থনে জালান বিসার স্টেডিয়ামে ছিল হাজারো প্রবাসী বাংলাদেশি। তাই ডু অর ডাই ম্যাচের আগে বিদেশের মাটিতে প্রবাসীদের সমর্থনের উৎসাহকে পুঁজি করে এগিয়ে যাওয়ার লক্ষ্য দলের। পরিকল্পনা অনুযায়ী খেলে নিজেদের শক্তিমত্তার জানান দিতে চায় তরুণীরা।


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ