• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

কোপা আমেরিকা : গ্রুপ পর্বে কার কত গোল

প্রকাশিত: জুন ২৯, ২০২১, ০১:৪৪ পিএম

কোপা আমেরিকা : গ্রুপ পর্বে কার কত গোল

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি, নেইমার, সুয়ারেজদের জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা। শিরোপা ছোঁয়ার লক্ষ্য নিয়ে এবার কোয়ার্টার ফাইনালের যুদ্ধে নামবে ব্রাজিল-আর্জেন্টিনাসহ শীর্ষ আট দল।

মঙ্গলবার (২৯ জুন) ভোরে আর্জেন্টিনা ও বলিভিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয় কোপার গ্রুপ পর্ব। সেই ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ (১৪৮) ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মেসি। আর্জেন্টিনা এবং ব্রাজিল গ্রুপ সেরা হয়ে শেষ আটে নাম লিখিয়েছে। শুরু থেকে এখন অবধি মেসি সবগুলো ম্যাচ খেললেও ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে নেইমারকে বিশ্রাম দিয়েছিলেন কোচ তিতে।

আসুন দেখে নিই গ্রুপ পর্বে নেইমাররা কে কত গোল করেছেন :

গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচ খেলে সর্বোচ্চ ৩টি গোল করেছেন আর্জেন্টাইন ক্ষুদে যাদুকর লিওনেল মেসি। 

এক ম্যাচ কম খেলে ২টি গোল করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এ ছাড়া ২টি করে গোল করেছেন আর্জেন্টিনার আলেজান্দ্রো গোমেজ, উরুগুয়ের এডিসন কাভানি, প্যারাগুয়ের রোমেরো, পেরুর আন্দ্রে ক্যারিলো, চিলির ভারগেস ও বলিভিয়ার এরটন পেসিদো।

একটি করে গোল করেছেন আর্জেন্টিনার মার্টিনেজ ও রডরিগেজ। ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন গ্রাবিয়েল বারবোসা, ক্যাসিমেরো, ফিরমিনো, মারকুইনহো, মিলিতো, রিবেইরো, রিকালিসন ও এলেক্স সান্দ্র। উরুগুয়ের লুইস সুয়ারেজ একটি গোল করেছেন। প্যারাগুয়ের এলমিরন, গামারা ও সামুদিও একটি করে গোল করেন। 

জেডআই/সবুজ/এএমকে
আর্কাইভ