• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বৃষ্টির বাধায় বন্ধ বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ০৮:২৮ পিএম

বৃষ্টির বাধায় বন্ধ বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচ

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছে বাঘিনীদের। তবে বৃষ্টির বাধায় এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে।

কলম্বোর পি সারা ওভালে বৃষ্টির আগ পর্যন্ত খেলা হয়েছে ৩৬.৪ ওভার। তাতে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করেছে শ্রীলঙ্কা। স্বাগতিদের হয়ে ৩৭ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেছেন অধিনায়ক চামারি আতাপাত্তু।

বোলিংয়ে নেমে প্রথম ওভারের প্রথম বলেই হার্সিথা সামারাবিক্রমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জাহানারা আলম। ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখতে ভিস্মী গুনারত্নেকে নিয়ে এরপর কিছুটা কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। তবে ১১ রান করে গুনারত্নে আউট হলে ভাঙে সে জুটি।  
 
ইমিশা দুলানির সঙ্গে আতাপাত্তুর তৃতীয় উইকেট জুটি ৪১ রানের। দুর্দান্ত এক ইনিংস খেলে নাহিদার বলে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক। ফর্মের তুঙ্গে থাকা নাহিদা এরপর নিকাশি ডি সিলভাকেও ফেরান।   


শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ ৯০ পেরোনোর ঠিক আগে কভিশাকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। সুলতানা খাতুনের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে প্রসাদনী করেন ২৪ রান।

১১৭ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে ৩৫ রানের জুটি গড়ে অপরাজিত আছেন কভিশা দিলহারি এবং ওশাদি রানাসিংহে। কভিশা অপরাজিত ৩০ রানে, ওশাদি করেছেন ১৪ রান।


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ