• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘প্রিমিয়ার লিগের ট্রফি চ্যাম্পিয়ন্স লিগের সমান’

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৩, ০৭:২০ পিএম

‘প্রিমিয়ার লিগের ট্রফি চ্যাম্পিয়ন্স লিগের সমান’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেশ কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ জেতার আপ্রাণ চেষ্টা করেও পারছেন না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। কখনও ফাইনাল থেকে, কখনও সেমিফাইনাল থেকে আবার কখনও কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ছে তার দল। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে একচ্ছত্র আধিপত্য তাদের। যদিও লিগ জয়কে কঠিন মনে করেন সিটিজেনদের কোচ। তার মতে, প্রিমিয়ার লিগের ট্রফি জেতা চ্যাম্পিয়ন্স লিগ জেতার সমান।

লিগে গত এক দশকে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। যদিও এই কাজটাকে কঠিন মনে করেন দলটির কোচ গার্দিওলা। তিনি বলেন, প্রিমিয়ার লিগ খুব ভালো, আকর্ষণীয়। এখন এখানে চ্যাম্পিয়ন হওয়া মানে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সমান।

এবারের আসরে প্রিমিয়ার লিগ জয়ের দ্বারপ্রান্তে ম্যানসিটি। যদিও মৌসুমের মাঝামাঝি সময়ে অবস্থা ততটা ভালো ছিল না। টেবিল টপার আর্সেনালকে তাড়া করতে করতে আসতে হয়েছে তাদের। কিন্তু লিগ জয়ের সম্ভাবনা থাকায় চ্যাম্পিয়ন্স লিগে বেশি গুরুত্ব দিতে পারেননি তিনি। গার্দিওলা বলেন, ‘আপনি ১০-১৫ পয়েন্টে পিছিয়ে থাকলে চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্ব দিতে পারেন। কিন্তু আমাদের কাছে কোনোটিকেই এক তরফাভাবে গুরুত্ব দেয়ার সময় ছিল না।’


প্রিমিয়ার লিগে আরও ৭টি ম্যাচ বাকি ম্যানসিটির। বাকি ম্যাচগুলোতে গুরুত্ব দিতে চান গার্দিওলা। তিনি বলেন, ‘এটা ১১ মাস চলে। প্রত্যেকটা সপ্তাহ ধরে কাজ করতে হয়েছে। সামনে ফুলহ্যাম ম্যাচ, এরপর ওয়েস্টহ্যাম, লিডস; সবগুলোতেই আমি চোখ রেখেছি।’

সবশেষ ম্যাচে আর্সেনালকে হারিয়ে লিগ জয়ের অমীয় সম্ভাবনা জাগিয়ে তুলেছে গার্দিওলার শিষ্যরা। তাদের পারফরম্যান্স নিয়ে খুশি হেডকোচ। গার্দিওলা বলেন, ‘যেভাবে খেলেছি, শেষ ম্যাচ নিয়ে আমি অনেক খুশি। মাত্র ৭টা ম্যাচ বাকি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মাঝে আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও আছে।’


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ