• ঢাকা বৃহস্পতিবার
    ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন শুরু

প্রথম দিনে সিটি নিউজের শামীমের জয়

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩, ০৩:৪৭ এএম

প্রথম দিনে সিটি নিউজের শামীমের জয়

ক্রীড়া ডেস্ক

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা’। প্রথম দিনে সিটি নিউজ ঢাকার মো. শামীম হাসান জয় পেয়েছেন। প্রথম রাউন্ডের খেলায় তিনি চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুমকে ২-১ সেটে হারিয়ে দেন। বিকেলে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চারদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও সানমুন গ্রুপের চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল মান্নান, এমপি। এ সময় ওয়ালটন জ্যেষ্ঠ অতিরিক্ত পরিচালক মেহরাব হোসেন আসিফ, আয়োজক কুইন অব হার্টসের ম্যানেজিং ডিরেক্টর বোরহান আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উদ্বোধনী দিনে পুরুষ এককে জয় পেয়েছেন আরটিভির কাজল, দেশ টিভির জয়নাল, যমুনা টিভির পাহাড়ী ও সমকালের ফাইয়াজ। কাজল ১১-২, ১১-২ পয়েন্টে (২-০ সেটে) হারিয়েছেন দেশ টিভির এহসানকে। জয়নাল ১১-০ ও ১১-৮ পয়েন্টে (২-০ সেটে) হারিয়েছেন সমকালের আসাদকে। পাহাড়ী ১১-৩ ও ১১-৬ পয়েন্টে (২-০ সেটে) হারিয়েছেন অবজারভারের মসীউরকে। আর ফাইয়াজ ১১-৫ ও ১১-৬ পয়েন্টে (২-০ সেটে) হারিয়েছেন বঙ্গজননীর হুমায়ুনকে।


পাঁচটি ক্যাটাগোরিতে চারদিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এবারের এই প্রতিযোগিতা পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ৩০টি মিডিয়া হাউজের দেড় শতাধিক মিডিয়াকর্মী অংশ নিয়েছেন। প্রতিযোগিতার প্রাইজমানি থাকছে ১ লাখ টাকা। এছাড়াও রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার।

 

আর্কাইভ