• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাবেক ক্রিকেটারদের মন্তব্যে উত্তাল পাকিস্তান ক্রিকেট

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ০৫:২৪ পিএম

সাবেক ক্রিকেটারদের মন্তব্যে উত্তাল পাকিস্তান ক্রিকেট

ক্রীড়া ডেস্ক

সাবেক ক্রিকেটারদের বিভিন্ন মন্তব্যে বরাবরই উত্তপ্ত হয়ে থাকে পাকিস্তান ক্রিকেট। কখনো দলের পক্ষে, কখনো দলের বিপক্ষে, কখনো আবার একক কাউকে ধুয়ে দিতেও বাধ সাধেনা তাদের। এবার দলের খারাপ সময়ে মুখ খুলতে শুরু করেছেন তারা, তিক্ত সব মন্তব্য ধেয়ে আসছে বাবর বাহিনীর দিকে। সাম্প্রতিক সময়ে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল। সর্বশেষ নয় সিরিজের একটিও নিজেদের করে নিতে পারেনি তারা। এমনকি আফগানিস্তানের সাথেও পেরে ওঠেনি, আর সদ্য ২-০ তে এগিয়ে থেকেও দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ জয়ের স্বাদ আসেনি। সুবাদে ক্ষেপে উঠেছেন দেশের সাবেক ক্রিকেটাররা।

যার সূত্র ধরে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম তো এক বিস্ময়কর দাবি করে বসলেন। পাকিস্তানের ক্রিকেটাররা নাকি এখন শুধু ‘ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলেন’ বলে দাবি তার। প্রমাণসহ তুলে ধরে ওয়াসিম বলেন, ‘গত পাঁচ বছর ধরে আপনারা যদি ব্যাটসম্যানদের ৪০ থেকে ৫০ আর ৯০ থেকে ১০০ রানে দাঁড়িয়ে ব্যাটিং করার সময়ের হিসাব নেন, তাহলে ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। ওই সময়ে তারা ব্যক্তিগত অর্জনের দিকে মনোযোগী হয়, যা দলের ভরাডুবির কারণ। একটা ফিফটি বা সেঞ্চুরি পাওয়ার দিকে মনোযোগী হওয়ার কারণে দল ক্ষতিগ্রস্ত হয়।’

সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার আর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি রমিজ রাজাও বলছেন প্রায় একই সুরে। তার চোখেও দলের প্রতি নিবেদনে বেশ ঘাটতি রয়েছে বাবর আজমদের। যে ঘাটতি দূর করতে বাবরদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ তার।

রমিজ তার সামাজিক যোগাযোগমাধ্যমের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় বলেন, ‘এ পর্যায়ে এসে টানা ম্যাচ হারা মানায় না। সাম্প্রতিক হারগুলো থেকে অবশ্যই শিখতে হবে। তাছাড়া তারকাখ্যাতির ওপর নির্ভর করে ম্যাচ জেতা যায় না। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার কমিয়ে ক্রিকেটে আরো মন দিতে হবে। কেননা, দিন শেষে মাঠের পারফরম্যান্সই সাফল্য নির্ধারণ করবে।’

বেশ কিছু দিন ধরে বাবরের নেতৃত্ব নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সাবেক ক্রিকেটারদের অনেকেই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন। এবার বাবরের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল। কড়া সমালোচনা করে বললেন, ‘বাবর জানেনই না কিভাবে নেতৃত্ব দিতে হয়।’

আকমল আরো বলেন, ‘চার বছর পরে এসেও বাবর আজম জানে না কিভাবে অধিনায়কত্ব করতে হয়। এমনকি সে এটাও জানে না যে কখন কোন বোলারকে ব্যবহার করতে হবে। এতে অবাক হওয়ার কিছু নেই, যখন একই ভুল বারবার করতে থাকে এবং দল হেরে যায়।’

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি কথা বলেছেন শাদাব খানকে নিয়ে। যেখানে ব্যাটিং নয়, শাদাবকে বোলিংয়ে মনোযোগ দিতে বললেন আফ্রিদি। তিনি বলেন, ‘তার বোলিংয়ে মনোযোগ দেয়া গুরুত্বপূর্ণ। ব্যাটার হিসেবে তার কিছুটা পিছিয়ে থাকা উচিত। দিন শেষে শাদাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বোলিংয়ে উন্নতি করে দলে জায়গা ধরে রাখা।’

 

বিএস/
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ