• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন বৃহস্পতিবার শুরু

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ১১:৪৭ পিএম

ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন বৃহস্পতিবার শুরু

ক্রীড়া ডেস্ক

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিস পিএলসি-এর পৃষ্ঠপোষকতায়, কুইন অফ হার্টসে আয়োজনে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শুরু হচ্ছে ‘ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩’। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পাঁচটি ক্যাটাগরিতে সপ্তমবারের মতো আয়োজিত চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বুধবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), জ্যেষ্ঠ অতিরিক্ত পরিচালক মেহরাব হোসেন আসিফ, আয়োজক কুইন অব হার্টসের ম্যানেজিং ডিরেক্টর বোরহান আজাদসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই প্রতিযোগিতা পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।  ৩০টি মিডিয়া হাউজের দেড় শতাধিক মিডিয়াকর্মী অংশ নিবেন। প্রতিযোগিতার প্রাইজমানি থাকছে ১ লাখ টাকা। এছাড়াও থাকছে আকর্ষণীয় পুরস্কার।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন। কো স্পন্সর প্লাস পয়েন্ট ও হোটেল রিজেন্সি। লাখ টাকার প্রাইজমানির পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির সেমিফাইনালিস্টদের পুরস্কৃত করবে ওয়ালটন গ্রুপ। প্লাস পয়েন্ট সবাইকে দিবে টি-শার্ট। আর হোটেল রিজেন্সি বিভিন্ন ক্যাটাগরির চ্যাম্পিয়নদের দিবে কাপল বুফে কুপন।

টুর্নামেন্টের টেলিভিশন পার্টনার এশিয়ান টিভি, নিউজ পেপার পার্টনার সমকাল এবং অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ