• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

দুর্বল বলিভিয়ার বিপক্ষে মেসির নৈপুণ্য

প্রকাশিত: জুন ২৯, ২০২১, ০৮:৫৩ এএম

দুর্বল বলিভিয়ার বিপক্ষে মেসির নৈপুণ্য

ক্রীড়া ডেস্ক

দুর্বল বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমে নিজের নৈপুণ্য দেখাতে ভুল করবেন না লিওনেল মেসি, এমনটা ‍জানাই ছিল। আর্জেন্টিনার জার্সি গায়ে সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন তিনি। নিজের ঝুলিতে উঠিয়ে নিয়েছেন জোড়া গোল। 

আর বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়ে জয় তুলে নিলো আর্জেন্টিনা। দলের হয়ে বাকি দুটি গোল করেছেন আলেহান্দ্রো গোমেজ এবং লওতারো মার্টিনেজ। বলিভিয়ার হয়ে একমাত্র সান্তনাসূচক গোলটি করেন এরউইন সাভিদরা।

তবে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল আর্জেন্টিনার। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ম্যাচে প্রয়োজন ছিল জয়। আর প্রতিপক্ষ যেখানে বলিভিয়া সেখানে নিশ্চিত জয় পায় আকাশী-সাদা জার্সিধারীরা। 

মেসি এবং সার্জিও আগুয়েরোর যুগলবন্দী যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, তা হাড়ে হাড়ে টের পেয়েছে বলিভিয়ানরা। প্রথমার্ধের ৪২তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন মেসিরা। দ্বিতীয়ার্ধেও একইরকম আক্রমণাত্মক শুরু করে আর্জেন্টিনা। 

তবে ৬০তম মিনিটে খেলার ধারার বিপরীতে ব্যবধান কমায় বলিভিয়া। লিওনেল জুস্তিনিয়ানোর ক্রসে বুলেট গতির শটে জাল খুঁজে নেন এরউইন সাভিদরা। ব্যবধান বাড়িয়ে নিতেও সময় নেয়নি আর্জেন্টিনা। ৬৩তম মিনিটে বদলি নেমে দুই মিনিটের মধ্যে জালের দেখা পেয়ে যান লওতারো মার্টিনেজ।

এর মধ্য দিয়ে ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা। আগামী রোববার কোয়ার্টার-ফাইনালে দলটি খেলবে ‘বি’ গ্রুপে চতুর্থ হওয়া ইকুয়েডরের বিপক্ষে।

গ্রুপ পর্বের শেষ দিনের আরেক ম্যাচে প্যরাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে কোপা আমেরিকার সফলতম দলটি। ৬ পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে প্যারাগুয়ে। 

৫ পয়েন্ট নিয়ে চারে থাকা চিলি কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিলের। শক্ত প্রতিপক্ষের সঙ্গে লড়ে শূন্য হাতে ঘরে ফিরছে বলিভিয়া।

টিআর/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ