• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

থাকবেন না সাকি সিলেটে ক্যাম্প করবে তামিমরা

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ০১:২৯ এএম

থাকবেন না সাকি সিলেটে ক্যাম্প করবে তামিমরা

ক্রীড়া ডেস্ক

আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের প্রস্তুতির জন্য তিনদিনের ক্যাম্প করতে বুধবার (২৬ এপ্রিল) সিলেট যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে তামিমদের সঙ্গে সিলেট যাচ্ছেন না সাকিব আল হাসান। তিনি যাবেন যুক্তরাষ্ট্রে।

ঘরের মাঠে আয়ারল্যান্ডকে সব সিরিজেই হারানোর পর, এবার আয়ারল্যান্ডে গিয়ে তাদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডে সিরিজ হলেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানকার পিচে বাউন্স থাকায় কোচ হাথুরুসিংহে দলকে অনুশীলনের জন্য সিলেটে নিয়ে যাচ্ছেন।

তবে দলের সঙ্গে সিলেট যাচ্ছেন না বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। কারণ পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তিনি। যার জন্য ছুটিও নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।.

অনেক বছর পর এবারের ঈদটা বাবা-মার সঙ্গে মাগুরায় করলেও, সাকিবের এবারের ঈদ কেটেছে স্ত্রী ও সন্তানদের ছাড়াই। যার কারণেই যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাতেই যাচ্ছেন।

এদিকে আয়ারল্যান্ড সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ থেকে দুই ভাগে দল যাবে চেমসফোর্ডে। তবে বড় অংশটা যাবে ৩০ এপ্রিল।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার আগে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর ৯, ১২ ও ১৪ মে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ।   

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ