• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শাহীনকে শ্বশুর বলে ডাকতে না করলেন আফ্রিদি (ভিডিও)

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৫:৪২ পিএম

শাহীনকে শ্বশুর বলে ডাকতে না করলেন আফ্রিদি (ভিডিও)

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করেছেন বর্তমান ক্রিকেট দলের সিমার শাহিন শাহ আফ্রিদি। গত ফ্রেব্রুয়ারিতে আনসা আফ্রিদিকে কালমা পড়ে ঘরে তুলে নিয়েছেন এই পেসার।

শ্বশুর বাড়ির সঙ্গে চমৎকার সম্পর্ক শাহিন আফ্রিদির। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অতিথি হয়ে এসেছিলেন আফ্রিদি ও তার জামাতা। সেখানে আফ্রিদি জামাতাকে শ্বশুর ডাকতে বারণ করেন। যদিও আফ্রিদি মজা করে এ কথা বলেন। তার এ কথায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়।

কেন আফ্রিদি জামাতাকে এ কথা বলেছেন তারও ব্যাখ্যা পাওয়া গেছে। সম্প্রতি আফ্রিদি লিজেন্ড লিগ ক্রিকেট ট্রফি খেলেছেন। 

সেই স্মৃতি সামনে এনে আফ্রিদি শাহিনকে বলেন, তুমি আমাকে শ্বশুর ডাকবে না। তোমার মুখ থেকে আমি এ ডাক শুনতে চাই না। তুমি যদি পিএসএল ট্রফি জিততে আমিও কাতারে লিজেন্ড লিগ ক্রিকেট জিততাম।

প্রসঙ্গত, পিএসএল ফাইনালে শাহিনের দল লাহোর কালান্দার্স শেষ বলে মুলতান সুলতানসের সঙ্গে হেরে যায়। সেটি নিয়ে মজা করেই আফ্রিদি এ কথা বলেন। 

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ