• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মার্সেলোর ছেলে ব্রাজিল নয় স্পেনের হয়ে খেলবে

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০২:১৩ এএম

মার্সেলোর ছেলে ব্রাজিল নয় স্পেনের হয়ে খেলবে

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ১৫ বছর কাটিয়েছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে জিতেছেন সম্ভাব্য প্রায় সকল ট্রফি। যার কারণেই হয়তো তার ছেলে এঞ্জো আলভেস ভিয়েইরা ব্রাজিল নয়, স্পেনের হয়ে খেলতে যাচ্ছেন।

মার্সেলোর ছেলে এঞ্জো আলভেস ভিয়েইরা বয়স কেবল ১৩। এই বসয়েই স্পেনের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে তিনি। স্ট্রাইকার পজিশনে খেলা এঞ্জো আলভেস রিয়াল মাদ্রিদের ইয়ূথ ক্লাবে ফুটবল খেলেন।

এদিকে ইনস্টাগ্রামে ছেলের স্পেনের জার্সি পরা ছবি শেয়ার করেছেন মার্সেলো। নিজে ব্রাজিলের হলুদ জার্সি পরলেও ছেলের স্পেনের লাল জার্সি পরার বিষয়টিকে সম্মান জানিয়েছেন মার্সেলো। লিখেছেন, ‘এই অর্জনের জন্য তোমাকে অভিনন্দন।

ব্রাজিলের জার্সি গায়ে খেলা মার্সেলো ১২ বছর কাটিয়েছেন। সবার প্রত্যাশা ছিল, ছেলে এঞ্জো আলভেস ভিয়েইরাও ব্রাজিলের জার্সিতেই মাঠ মাতাবেন। তবে সেটা হয়তো হবে না। স্পেনের সিনিয়র দলেও দেখা যেতে পারে তাকে।

তবে এটা অবাক করার মতো কোন বিষয় নয়। আগেও ব্রাজিলিয়ান ফুটবলার স্পেনের হয়ে খেলেছেন। স্পেনের সাবেক স্ট্রাইকার ডিয়াগো কস্তা ব্রাজিল জাতীয় দলে খেলার পরও স্পেনকে বেছে নিয়েছেন। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী মাজিনহার ছেলে থিয়াগো আলকানতারা খেলেন স্পেনের হয়ে।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ