প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ০৩:০৭ এএম
প্রথমবারের মতো আইপিলে অভিষেক হয়েছে বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার লিটন কুমার দাস। দুই ম্যাচ ডাগআউটে কাটানোর পর গত বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পান এই ওপেনার।
নিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রানে আউট হয়ে শুরুটা মোটেও ভালো হয়নি লিটনের। আরও বড় হতাশার দৃশ্য তিনি উপহার দিয়েছেন উইকেটকিপিংয়ে।
ফলে লিটন দাসকে একটি ম্যাচ খেলিয়েই বসিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। রোববার চেন্নাইয়ের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে টস করতে এসেই অধিনায়ক নীতীশ রানা এ খবর জানালেন। খবর আনন্দবাজার পত্রিকা।
বাংলাদেশের লিটনের বদলে দলে জায়গা পেয়েছেন ডেভিড উইজা। এই প্রথম তিনি এবারের আইপিএলে সুযোগ পেলেন। এ ছাড়া দলে এসেছেন নারায়ণ জগদীশন। বাদ পড়েছেন মনদীপ সিংহ।
আগের ম্যাচে কেকেআরকে সবচেয়ে হতাশ করেন লিটন। দিল্লির বিরুদ্ধে লিটন দলে সুযোগ পেয়েও কিছুই করতে পারেননি। ব্যাট করতে নেমে প্রথম বলে চার মারেন। কিন্তু তৃতীয় বলেই আড়াআড়ি কোনও মতে শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন।
উইকেটকিপিংয়ের সময়ে তো আরও খারাপ হয়েছে তার পারফরম্যান্স। একটি সহজ ক্যাচ ছেড়েন। দুটি স্টাম্পিং মিস করেন।