• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগাররা

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০৯:০০ পিএম

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগাররা

ক্রীড়া ডেস্ক

ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। ওমরাহ পালনে স্ত্রী-সন্তানদের নিয়ে সৌদি আরবে আছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি সেখানেই ঈদ করেছেন। 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখেন, আনন্দ এবং ভালোবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক! 

মাগুরায় বাবা-মায়ের সঙ্গে ঈদ শেষে নিজের অফিসিয়াল ফেইসবুকে সাকিব আল হাসান লেখেন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক! 

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, উৎসবমুখর আয়োজনে পরিবারের সাথে প্রত্যেকের ঈদ কাটুক আনন্দে ও নিরাপদে। ঈদ মোবারক।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লেখেন, ঈদ মোবারক, আল্লাহ আমাদের সব ভালো কাজ কবুল করুন। 

জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আপনার ও আপনার পরিবারকে ঈদ মোবারক! রমজানের চেতনা যেন বছরজুড়ে সবার মধ্যে থাকে এবং আপনাদের জীবন যেন উৎকর্ষ ও অনুগ্রহে পরিপূর্ণ থাকে। 

দেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ লেখেন, রমজানের চেতনা যেন আমাদের সঙ্গে সবসময় থাকে এবং ন্যায়পরায়ণতার দিকে আমাদেরকে যেন এগিয়ে নেয়। ঈদ মোবারক। 

দেশের গতিময় পেসার তাসকিন আহমেদ লেখেন, আমার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সবাইকে ঈদ মোবারক জানাই! আসুন এই শুভ দিনে এবং তার পরের দিনগুলোতেও ভালবাসা এবং উদারতা ছড়িয়ে দিতে থাকি। মহান আল্লাহ আমাদের ভালো কর্মগুলোকে কবুল করুন এবং ভালোবাসা, আনন্দ ও শান্তিতে ভরা একটি বরকতময় ঈদ দান করুন।

আইপিএল খেলতে ভারত সফরে থাকা লিটন কুমার দাস শুভেচ্ছা জানিয়ে লেখেন, আপনার ও আপনার প্রিয়জনের জন্য শান্তি, খুশি আর আশীর্বাদে পরিপূর্ণ একটি আনন্দময় ঈদ কামনা করছি।

মেহেদী হাসান মিরাজ লেখেন, ঈদের এই শুভ দিনে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সকল ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে। ঈদ মোবারক।

এছাড়াও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাইজুল ইসলাম, রুবেল হোসেন, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, সৌম্য সরকার, শরিফুল ইসলামসহ অনেক তারকা ক্রিকেটার। 

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ