• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভিডিও বার্তায় ‘ঈদ মোবারক’ জানালেন রোনালদো

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০৮:২৮ পিএম

ভিডিও বার্তায় ‘ঈদ মোবারক’ জানালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ইউরোপের ফুটবল দুনিয়া থেকে ধীরে সরে গিয়েছেন তিনি। সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলছেন এই তারকা। বিশ্বজুড়েই এই ফুটবলারের ভক্ত অনুরাগী ছড়িয়ে আছে।

গত রোববার ৩৮ বছরে পা রাখেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। তার জন্মদিন উপলক্ষে নানা আয়োজন করে ভক্তরা, সেখানে প্রবাসী বাংলাদেশি সমর্থকরাও ছিলেন।

মঙ্গলবার দুপুরের দিকে অমিতাভ দেব নাথ নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে রোনালদোর একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে বাড়ির ঠিকানা সিলেটের ফেঞ্চুগঞ্জ লেখা রয়েছে। 

ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, হাত নাড়িয়ে বাংলাদেশকে সালাম জানাচ্ছেন রোনালদো। তিনি বলছেন, ‘সালামু আলাইকুম বাংলাদেশ, বাই বাই’। তবে ভিডিওটি কবে কোথায় ধারণ করা হয়েছে তা উল্লেখ নাই। 

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ