• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দিল্লির চুরি হওয়া ব্যাট-প্যাড উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০৬:০৩ পিএম

দিল্লির চুরি হওয়া ব্যাট-প্যাড উদ্ধার

ক্রীড়া ডেস্ক

দিল্লি ক্যাপিটালসের ব্যাট, প্যাড ও গ্লাভসহ চুরি হয়ে যাওয়া বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার উদ্ধার হওয়া সেই সরঞ্জামের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। 

অস্ট্রেলিয়ান এই তারকা ওপেনার লিখেছেন, তারা অপরাধীদের খুঁজে পেয়েছে। কিছু জিনিস এখনও পাওয়া যায়নি, কিন্তু ধন্যবাদ।

চলতি আইপিএলে টানা পাঁচ ম্যাচে হেরে পর্যুদস্ত ছিল দিল্লি ক্যাপিটালস। দলের এমন কঠিন পরিস্থিতে চাপের মধ্যে ছিলেন মোস্তাফিজুর রহমানসহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলটি। 

পরাজয়ের বৃত্ত থেকে বেরুতে দুশ্চিন্তায় থাকা দিল্লিকে আরও চিন্তায় ফেলে দিয়েছে চোর। দিল্লির ক্রিকেটারদের ১৬টি ব্যাট, জুতো, প্যাড, গ্লাভসসহ কয়েক লাখ টাকার সরঞ্জাম চুরি হয়ে গেছে। 

গত শনিবার বেঙ্গালুরুতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ ছিল দিল্লির। সেই ম্যাচে ২৩ রানে হারার পর রোববার বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরত আসেন ডেভিড ওয়ার্নার, মোস্তাফিজুর রহমানরা।

হোটেল কক্ষে নিজেদের কীট ব্যাগ বুঝে নেওয়ার সময় দিল্লির খেলোয়াড়রা সরঞ্জাম খোয়া যাওয়ার ব্যাপারটি বুঝতে পারেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চুরি হওয়া সরঞ্জামের মধ্যে ছিল ওয়ার্নার, মিচেল মার্শ, ফিল সল্ট, ইয়াশ দুলের ব্যাট। আরও কয়েকজন খেলোয়াড় হারিয়েছেন জুতো, গ্লাভস ও ক্রিকেটীয় সরঞ্জাম।

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ