• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শীর্ষস্থানের লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে

প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৯:২৯ পিএম

শীর্ষস্থানের লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের পর ল্যাতিন আমেরকিার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। গ্রুপ পর্বের ম্যাচগুলো প্রায়ই শেষের দিকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী যার যার গ্রুপে সেরা অবস্থানে। তিন ম্যাচে দুই জয় এক ড্রয়ে পয়েন্ট নিয়েগ্রুপে শীর্ষস্থানে আর্জেন্টিনা।

অপরদিকে চার ম্যাচে তিন জয় এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়েবিগ্রুপে শীর্ষস্থানে ব্রাজিল।

মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় কুইয়াবার অ্যারেনা পানতানালেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। একই সময়ে অপর এক ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে প্যারাগুয়ে।

তিন ম্যাচে দুই জয় এক হারে পয়েন্ট নিয়েগ্রুপে দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে। অন্যদিকে তিন ম্যাচে এক জয়, এক ড্র এক হারে পয়েন্ট নিয়েগ্রুপে চতুর্থ স্থানে আছে প্যারাগুয়ে।

বলিভিয়া তিন ম্যাচে জয়শূন্য থাকায় চার ম্যাচে এক জয়, দুই ড্র এক হারে পয়েন্ট নিয়েগ্রুপ থেকে শেষ আটে নিজদের স্থান নিশ্চিত করেছে চিলি।

ম্যাচগুলোর ফলাফলে শেষ আটের লড়াই না থাকলেও রয়েছে শীর্ষস্থান দখলের লড়াই।

বলিভিয়ার বিপক্ষে জয় পেলেই শীর্ষস্থান নিশ্চিত আর্জেন্টিনার। পরাজয় বা ড্রয়ে শীর্ষস্থান দখলে নিতে নির্ভর করবে দিনের অন্য ম্যাচের ফলাফলে। প্যারাগুয়ের হার বা ড্রয়ে শীর্ষস্থানে টিকে থাকবে আর্জেন্টিনা।

অন্যদিকে গ্রুপের শীর্ষস্থান অর্জন করতে নিজেদের জয়ের পাশাপাশি আর্জেন্টিনার হার চাইবে প্যারাগুয়ে।

তবে শীর্ষস্থান টিকিয়ে রাখতে পূর্ণ শক্তি নিয়েই বলিভিয়ার বিপক্ষে মাঠে নামানোর পরিকল্পনা আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্ক্যালোনির।

মেসির সঙ্গে সার্জিয়ো আগুয়েরো, আনহেল দি মারিয়াকে নিয়ে সাজানো হবে আক্রমণ ভাগ।

কোপায় এত দিন প্রতিটি ম্যাচে খেলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ থাকছেন না বলিভিয়ার বিপক্ষে শুরুর একাদশে। কারণ আরেকটি হলুদ কার্ড পেলেই খেলতে পারবেন না কোয়ার্টার ফাইনালে। ফলে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ স্ক্যালোনি। মার্তিনেজের জায়গা সামলাবেন ফ্রাঙ্কো আরমানি।

একই শঙ্কায় লাওতারো মার্তিনেজসহ এই ম্যাচে বেঞ্চে থাকবেন লো সেলসো, লিয়ান্দ্রো পেরেদেস, লুকাস মার্তিনেজ কোরেয়া।

ইফাত/এম. জামান

আর্কাইভ