• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাত্র ৪ রান করে আউট লিটন

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩, ০৩:২৪ এএম

মাত্র ৪ রান করে আউট লিটন

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

দিল্লির বিপক্ষে আইপিএল অভিষেক হয়েছে লিটন কুমার দাসের। অভিষেক ম্যাচে মাত্র ৪ রান করে আউট হয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) প্রথম বলে ৪ মেরে রানের খাতা খুলেন লিটন। ইশান্ত শর্মার ওই ওভারে আরও ২টি বল ফেস করেন তিনি। লিটন আবার যখন স্ট্রাইক পান, তখন বোলিংয়ে মুকেশ কুমার। তার ওভারের শেষ বলে বাউন্সারে ব্যাট লাগিয়ে শর্টমিডে ক্যাচ দেন লিটন। ৪ বলে এ উইকেটরক্ষক করেন ৪ রান।

যদিও সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে লিটন। নিজের শেষ পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১৭ রান করেছেন তিনি, যার স্ট্রাইকরেট ১৬১.৯৪। সবশেষ ১০ ম্যাচের ক্ষেত্রে পরিসংখ্যানটা এমন- রান ৩৪৭, স্ট্রাইকরেট ১৫৬.৩০। কলকাতার একাদশে সুযোগ পেয়ে তারই প্রতিদান পেলেন তিনি।

এ ম্যাচে দিল্লির একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। দুই ম্যাচে সুযোগ পেয়েছিলেন টাইগার পেসার। সুযোগ পেয়েও কোনো ধরনের প্রভাবই রাখতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ৩৮ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট। বেঙ্গালুরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩ ওভারেই দেন ৩৮ রান। পরে আর চতুর্থ ওভার করার জন্য তাকে অধিনায়ক ডাকই দেননি।
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ