• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ব্রাজিলের ৯ ফুটবলারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০২:০৭ এএম

ব্রাজিলের ৯ ফুটবলারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

ক্রীড়া ডেস্ক

গত বছর ব্রাজিলের টপ ফ্লাইট সকার লিগে অন্তত ১১টি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। ধারণা করা হচ্ছে ম্যাচ গড়াপেটায় একাধিক ফুটবলার জড়িত। তবে কোনো ফুটবলারকে এখনো প্রকাশ্যে আনেননি তারা।

ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা ব্রাজিলের ছয়টি রাজ্য এবং ১৬টি শহরে ব্যবসায়ী ও ফুটবলারদের বাড়িতে অভিযান চালিয়েছেন। ৯ জন ফুটবলারকে সন্দেহের চোখে রেখেছেন তারা। 

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। যদিও তদন্তকারীরা তাদের পরিচয় গোপন রেখেছেন। এই মুহূর্তে সবার সামনে ফুটবলার এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের নাম প্রকাশ্যে আনতে নারাজ তারা। 

দুর্নীতির অভিযোগ আসার পর নভেম্বর মাসে তদন্ত শুরু হয়। প্রথমে তিনটি ম্যাচকে কেন্দ্র করে তদন্ত চালানো হয়; কিন্তু তারপর সর্বমোট ১১টি ম্যাচে দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে। 

তদন্তকারীরা জানাচ্ছেন, ম্যাচ চলাকালীন বিভিন্ন রকম আচরণ করার জন্য ডলারও পেয়েছেন ফুটবলাররা। এ আচরণ এমনভাবেই করতে হয়েছে যাতে করে তারা লাল কার্ড বা হলুদ কার্ড দেখেন। এ কাজ করার জন্য তারা ১০ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

বিএস/

আর্কাইভ