• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

নিয়ম রক্ষার ম্যাচে আর্জেন্টিনার সামনে বলিভিয়া

প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৮:১৬ পিএম

নিয়ম রক্ষার ম্যাচে আর্জেন্টিনার সামনে বলিভিয়া

ক্রীড়া ডেস্ক

টানা দুই জয়ে আগেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে রেখেছে আর্জেন্টিনা। মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তিন ম্যাচে জয়হীন বলিভিয়ানদের বিদায় নিশ্চিত হওয়ায় ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার।

শত বছরের ঐতিহ্যবাহী দক্ষিণ আমেরিকার ফুটবলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় তৃতীয় ম্যাচে যথাক্রমে উরুগুয়ে প্যারাগুয়ের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা।

ইতোমধ্যে কোপা আমেরিকার শেষ আটে খেলা নিশ্চিত করেছে কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিন ম্যাচে পয়েন্ট নিয়েগ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা।

গ্রুপের শীর্ষে থেকে শেষ করতে পারলে কলম্বিয়া, পেরু, ইকুয়েডর বা পেরুর বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে। সহজ প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার জন্য বলিভিয়ার বিপক্ষে জয় চাই মেসিদের।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে কে কে থাকবেন, তা নিয়ে এখনও আলোচনা হচ্ছে। ছয়জন খেলোয়াড় এরই মধ্যে হলুদ কার্ড দেখেছেন। বলিভিয়ার বিপক্ষেও হলুদ কার্ড দেখলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না। কোচ লিওনেল স্কালোনি নিশ্চয়ই ঝুঁকি নিতে চাইবেন না। আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা-খরা ঘোচানোর মিশনে শেষ আটের লড়াইয়ে পুরো প্রস্তুতি নিয়েই দল মাঠে নামাবেন তিনি। আর সেজন্যই কোয়ার্টার ফাইনালে মেসিকে ফুরফুরে শরীরে পেতে বলিভিয়ার বিপক্ষে বিশ্রাম দেয়া হতে পারে।

জেডআই/সবুজ/এম. জামান

আর্কাইভ