প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ০৯:৫৫ পিএম
গে থেকেই অনুমেয় ছিল অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে আর্জেন্টিনা। অবশেষে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে লাতিন আমেরিকার দেশটিকে আয়োজনের স্বত্ব দিয়েছে।
এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক ছিল ইন্দোনেশিয়া। তবে ইসরাইলের অংশ নেয়াকে কেন্দ্র করে দেশটিতে তৈরি হয় অস্থিরতা। মূলত ইন্দোনেশিয়ার অন্যতম বড় দ্বীপ বালি বিশ্বকাপে ইসরাইলের ম্যাচ আয়োজনে অস্বীকৃতি জানায়। বালির গভর্নর সাফ জানিয়ে দেন সেখানে ইসরাইলের প্রবেশ কঠোর হাতে দমন করবেন তারা। তাতে ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপ আয়োজনের মর্যাদা কেড়ে নেয় ফিফা।
এরপর আসরটি আয়োজনে বেশ কিছু দেশ আগ্রহ প্রকাশ করলেও সবার চেয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও এগিয়ে রেখেছিল লাতিন আমেরিকার দেশটিকে। এবার আসল চূড়ান্ত ঘোষণা।
এডিএস/