• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘বিনামূল্যে’ সেবা দিতে ক্যান্সার হাসপাতাল বানাতে চান সাকিবরা

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ০৭:০১ পিএম

‘বিনামূল্যে’ সেবা দিতে ক্যান্সার হাসপাতাল বানাতে চান সাকিবরা

ক্রীড়া ডেস্ক

বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে সারা বিশ্বে যার পরিচিতি, সেই সাকিব আল হাসানকে এখন মানুষ চিনতে শুরু করেছে ভিন্ন এক পরিচয়ে। ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি এবং আক্রান্তদের দ্রুততম সময়ে শনাক্তকরণে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু হওয়া তার মহতী উদ্যোগের নাম ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন‍‍`।
 
ভবিষ্যতে দেশের গরীব ও অসহায় ক্যান্সার আক্রান্ত মানুষকে বিনামূল্যে সেবা দিতে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে ফাউন্ডেশনটির।
 
ক্রিকেটার সাকিব আল হাসান ফাউন্ডেশনটিকে সামনে থেকে নেতৃত্ব দিলেও এটির মূল উদ্যোক্তা যুক্তরাজ্যপ্রবাসী সাবেক ক্রিকেটার কাফি খান। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক ছাত্র কাফি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন।
 
জানা গেছে, সাকিব-কাফির একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ক্রিকেটার জাফর সাদেক রাসেল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার স্মরণে এবং দেশের অসহায় ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে এ স্বপ্নের যাত্রা। মাঝপথে আরেক বন্ধু ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল এবং সাকিব আল হাসানের শ্বশুর-শাশুড়িও ক্যান্সারে মারা যান। তাদের মৃত্যু সেই স্বপ্নকে একটি ফাউন্ডেশন আকারে দাঁড় করানোর রসদ জুগিয়েছে। শুরুতে পরিকল্পনায় ছিল ফাউন্ডেশনটির নাম হবে ‘রাসেল স্মৃতি ক্যান্সার ফাউন্ডেশন’। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে নামকরণ করা হয় সাকিব আল হাসানের নামে।
 
সাবেক ও বর্তমান নয় ক্রিকেটার ২০১৭ সাল থেকে ফাউন্ডেশনটি তৈরির বিষয়ে কথাবার্তা শুরু করেন। মাঝপথে ক্যান্সারে আক্রান্ত হয়ে মোশাররফ হোসেন রুবেল মারা যান। তার প্রয়াণে উদ্যোক্তার সংখ্যা দাঁড়ায় আটে। অলরাউন্ডার সাকিব (ফাউন্ডেশনের প্রেসিডেন্ট) ছাড়াও তালিকায় আছেন কাফি খান (সেক্রেটারি), ক্রিকেটার নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক রাজ, নাসিরুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, কোচ নাজমুল আবেদীন ফাহিম ও সারোয়ার ইমরান।

সাকিব-কাফির একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ক্রিকেটার জাফর সাদেক রাসেল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার স্মরণে এবং দেশের অসহায় ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে এ স্বপ্নের যাত্রা। মাঝপথে আরেক বন্ধু ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল এবং সাকিব আল হাসানের শ্বশুর-শাশুড়িও ক্যান্সারে মারা যান। তাদের মৃত্যু সেই স্বপ্নকে একটি ফাউন্ডেশন আকারে দাঁড় করানোর রসদ জুগিয়েছে। শুরুতে পরিকল্পনায় ছিল ফাউন্ডেশনটির নাম হবে ‘রাসেল স্মৃতি ক্যান্সার ফাউন্ডেশন’। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে নামকরণ করা হয় সাকিব আল হাসানের নামে

যেভাবে যাত্রা শুরু হয় সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের
ফাউন্ডেশনটির উদ্যোক্তা কাফি খান ঢাকা পোস্টকে জানান, বিকেএসপিতে তার সহপাঠী ও সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জাফর সাদেক রাসেল। তিনি মাত্র ৩১ বছর বয়সে মারা যান ক্যান্সারে। ক্যান্সার ধরা পড়তে পড়তে অনেক সময় পার হয়ে যায়। চিকিৎসার জন্য ঢাকা ও চেন্নাইয়ে প্রিয় বন্ধুকে নিয়ে দৌড়াদৌড়ি করেছেন তিনি।

dhakapost 
কাফি বলেন, ‘২০১৬ সালে হঠাৎ করে রাসেলের ক্যান্সার ধরা পড়ে। এমনকি খুব অল্প সময়ের মধ্যে সে মারা যায়। ওই সময় ক্যান্সার সম্পর্কে আমাদের কিছুই জানা ছিল না। যে কারণে রোগটির বিষয়ে বুঝতে বুঝতে অনেক সময় চলে যায়। এমনকি দেশের দুই হাসপাতালে পরীক্ষায় তার রিপোর্ট দুই রকম আসে। যে কারণে আমরাও নিশ্চিত হতে পারছিলাম না। সবমিলিয়ে চিকিৎসায় একটি হ-য-ব-র-ল অবস্থা তৈরি হয়। সে সময় আমাদের করণীয় কী, সেটাও বুঝতে পারছিলাম না!’
 
‘আমার বন্ধুকে খুব কাছ থেকে দেখেছি শেষ সময়ে তার কী পরিণতি হয়েছিল! ওই সময় আমার কাছে মনে হয়েছে, ক্যান্সারে আমাদেরই যদি এ অবস্থা হয় তাহলে অসহায়, গরীব বা মধ্যবিত্ত পরিবারগুলো তো চিকিৎসার কথা চিন্তাই করতে পারবে না।‍‍`

২০১৬ সালে হঠাৎ করে রাসেলের ক্যান্সার ধরা পড়ে। এমনকি খুব অল্প সময়ের মধ্যে সে মারা যায়। ওই সময় ক্যান্সার সম্পর্কে আমাদের কিছুই জানা ছিল না। যে কারণে রোগটির বিষয়ে বুঝতে বুঝতে অনেক সময় চলে যায়। এমনকি দেশের দুই হাসপাতালে পরীক্ষায় তার রিপোর্ট দুই রকম আসে। যে কারণে আমরাও নিশ্চিত হতে পারছিলাম না। সবমিলিয়ে চিকিৎসায় একটি হ-য-ব-র-ল অবস্থা তৈরি হয়। সে সময় আমাদের করণীয় কী, সেটাও বুঝতে পারছিলাম না! আমার বন্ধুকে খুব কাছ থেকে দেখেছি শেষ সময়ে তার কী পরিণতি হয়েছিল! ওই সময় আমার কাছে মনে হয়েছে, ক্যান্সারে আমাদেরই যদি এ অবস্থা হয় তাহলে অসহায়, গরীব বা মধ্যবিত্ত পরিবারগুলো তো চিকিৎসার কথা চিন্তাই করতে পারবে নাকাফি খান, উদ্যোক্তা ও সেক্রেটারি, সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন

‘একটা পর্যায়ে যখন রাসেল মারা যায়, তখন সাধারণ মানুষদের নিয়ে আমাদের ভাবনাগুলো কোচ ফাহিম স্যার ও ইমরান স্যারের সঙ্গে আলোচনা করি। পরে ক্রিকেটার নাঈম ও সাকিবের সঙ্গেও আলোচনা করি। তাদের বোঝাতে সক্ষম হই যে ক্যান্সার সচেতনতা বাড়াতে ডায়াগনোসিস ও চিকিৎসা নিয়ে আমাদের কিছু করা উচিত। কারণ, অনেক মানুষ আছেন যারা আর্লি ডিটেকশনের কোনো সুযোগ পান না। এ অবস্থায় আমরা যদি একটি নন-প্রফিট অর্গানাইজেশন করতে পারি, তাহলে আমাদের মাধ্যমে অসংখ্য ক্যান্সার আক্রান্ত রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।’
 
মাঝপথে ক্যান্সারেই প্রাণ হারান অন্যতম উদ্যোক্তা রুবেল
কাফি খান বলেন, শুরুতে আমরা মোট নয়জন ছিলাম। ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ছিলেন আমাদের সঙ্গে। তিনিও ক্যান্সার আক্রান্ত হয়ে ইতোমধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছেন। রুবেল ভাই মারা যাওয়ার পর আমরা এখন আটজন আছি। এছাড়া আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন সাকিব আল হাসানের স্ত্রী শিশির। উনিও ক্যান্সারে মা-বাবাকে হারিয়েছেন।
 
‘শুরুতে ফাউন্ডেশনের অর্থায়ন প্রসঙ্গে সবাই একটু দ্বিধায় পড়ে যায়। পরে আমি বলি, মানুষ যদি তাদের যাকাত-সাদকাসহ বিশেষ কিছু ডোনেশন এখানে দেয় তাহলে আমরা কাজটি এগিয়ে নিতে পারি। বিষয়গুলো যখন আমি তাদের সঙ্গে আলোচনা করি তখন সবাই রাজি হয়। বিশেষ করে সাকিব, সবার আগে সে কাজটি করতে উৎসাহ দেয় এবং সঙ্গে থাকবে বলে জানায়।’
 
বিকেএসপির সাবেক এ ক্রিকেটার বলেন, ২০১৭ সাল থেকে আমরা ফাউন্ডেশন তৈরির বিষয়ে কথাবার্তা চালিয়ে যেতে থাকি। এরপর তো করোনা মহামারি চলে এলো। কাজগুলো আর এগিয়ে নিতে পারিনি। তবে, ২০২১ সালে আমরা আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করি। এরপর থেকে আমরা পুরোদমে কার্যক্রম শুরু করি।
 
ক্যান্সার আক্রান্ত রোগীরা যেসব সেবা পাবেন
ক্যান্সার আক্রান্ত রোগীরা কী কী সেবা পাবেন— এমন প্রশ্নের জবাবে ফাউন্ডেশনের সেক্রেটারি বলেন, যারা অর্থের ভাবে ডায়াগনোসিস পর্যন্ত যেতে পারেন না, তাদের যদি অল্প সহযোগিতা করা যায় অন্তত রোগটি শনাক্ত হবে। অর্থাৎ শুরুতে আমরা ডায়াগনোসিসটার ওপর বেশি গুরুত্ব দিতে চাই। কেউ যদি এসে বলে এবং প্রমাণ দিতে পারে যে ক্যান্সার ডায়াগনোসিসে তার কোনো সামর্থ্য নেই, আমরা তখন তাকে নিয়ে কাজ করব। এক্ষেত্রে যখন আমাদের ফান্ডিংটা আরও মজবুত হবে, নিয়মিত ফান্ডিং আসতে থাকবে তখন আমরা চিন্তা করব এবং কোনো ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে মিলে এ কাজগুলো করতে পারি কি না।
 
‘এর বাইরে নিয়মিত সচেতনতামূলক প্রোগ্রাম আমরা চালিয়ে যাব। কারণ, গ্রামাঞ্চলে এখনও অসংখ্য মানুষ ক্যান্সার সম্পর্কে কিছুই জানেন না। আমাদের আলাদা একটি টিম থাকবে যারা নিয়মিত বিভিন্ন এলাকায় এসব সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন। আমাদের টিমে কিছু চিকিৎসকও থাকবেন। সাধারণ মানুষ সরাসরি তাদের কথা শুনবেন এবং সচেতন হবেন।’
 
‘আমাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো ফান্ডিং। প্রাথমিকভাবে আমাদের হয়তো ডায়াগনোসিসগুলো বাইরের বিভিন্ন হাসপাতালে গিয়ে করতে হবে। কিন্তু একটা সময় যখন আমাদের সক্ষমতা হবে, তখন আমরা চিন্তা করব নিজেরাই একটা ডায়াগনস্টিক সেন্টার তৈরি করার। তখন আমরা নিজেরাই সরাসরি রোগীদের ডায়াগনোসিস করে দিতে পারব।’
 
সহযোগিতা পেতে যোগাযোগ ও রোগীদের করণীয়
সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা কাফি খান বলেন, আমাদের ইচ্ছা আছে একটা কল সেন্টার করব। এটা ২৪ ঘণ্টা চালু থাকবে। কল সেন্টারে আমাদের যে টিম থাকবে, তাদের কিছু যাচাই-বাছাই প্রক্রিয়া থাকবে। বিশেষ করে কিছু প্রশ্ন থাকবে, যার মাধ্যমে আমরা সহজেই রোগীদের বাছাই করতে পারব। এরপর আমরা তাদের সহযোগিতা করব।
 
ভবিষ্যতে ফাউন্ডেশনকে কোন অবস্থানে নিতে চান— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন তো আমরা বলছি শুধু সচেতনতা আর ডায়াগনোসিসের কথা। কিন্তু আমাদের আল্টিমেট গোল হলো ভবিষ্যতে একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা। যারা অর্থের অভাবে চিকিৎসক পর্যন্ত পৌঁছাতে পারেন না, তাদের আমাদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করব।’

ক্যান্সার এমন একটা অসুখ যাকে সবাই মরণব্যাধি বলে। কিন্তু এ মরণব্যাধির ভয়ে তো আর পিছিয়ে থাকলে চলবে না। আমাদের এ অসুখের সঙ্গে লড়াই করতে হয়। মানুষকে সাহস দিতে হবে, ক্যান্সার আক্রান্তদের আশা দিতে হবে। ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এ কাজগুলো করতে চাই। ক্যান্সার নিয়ে আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে। দুই বছর আগে শিশিরের (সাকিবের স্ত্রী) বাবা ও মাকে আমরা ক্যান্সারে হারিয়েছি। আমরা চাই আর কোনো মা-বাবাকে ক্যান্সারে এভাবে যেন হারিয়ে ফেলতে না হয়সাকিব আল হাসান, প্রেসিডেন্ট, সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন

‘একই সঙ্গে আমাদের হাসপাতালে ক্যান্সার রিসার্চ সেন্টার থাকবে, রেডিয়েশন থেরাপি ইউনিট থাকবে। একটা সময়ে এ ফাউন্ডেশনের মাধ্যমে মেডিকেল কলেজ নির্মাণেরও চেষ্টা থাকবে। তবে, সবকিছুর মূলে থাকবে ক্যান্সার চিকিৎসা ও গবেষণা’— যুক্ত করেন কাফি খান।
 
ক্যান্সার নিয়ে কাজ করতে পারায় খুশি সাকিব আল হাসানও
‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’ প্রসঙ্গে ক্রিকেটার সাকিব বলেন, ‘বিভিন্ন সময় আমি বিভিন্ন কাজের সঙ্গে জড়িত হয়েছি। চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। কিন্তু এবার আমি প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে চাই। ক্যান্সার ফাউন্ডেশন করার পেছনে সত্যিকার অর্থে এটাই প্রধান কারণ। এ উদ্যোগে নিজেকে যুক্ত করতে পেরে খুবই ভালো লাগছে।’
 
‘ক্যান্সার এমন একটি অসুখ যাকে সবাই মরণব্যাধি বলে। কিন্তু এ মরণব্যাধির ভয়ে তো আর পিছিয়ে থাকলে চলবে না। আমাদের এ অসুখের সঙ্গে লড়াই করতে হয়। মানুষকে সাহস দিতে হবে, ক্যান্সার আক্রান্তদের আশা দিতে হবে। ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এ কাজগুলো করতে চাই।’ 
 
‘ক্যান্সার নিয়ে আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে। দুই বছর আগে শিশিরের (সাকিবের স্ত্রী) বাবা ও মাকে আমরা ক্যান্সারে হারিয়েছি। আমরা চাই আর কোনো মা-বাবাকে ক্যান্সারে এভাবে যেন হারিয়ে ফেলতে না হয়।’
 
“আমাদের যাত্রা যত ক্ষুদ্র অবস্থা থেকেই হোক না কেন, ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’ ক্যান্সার আক্রান্ত মানুষের জন্য কাজ করতে চায়। আপনারা জানেন এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আমরা কাজটি ফাউন্ডেশনের মাধ্যমে এগিয়ে নিতে চাই। ক্যান্সার ডায়াগনোসিস করার সামর্থ্য যাদের নেই— এমন একজন, ১০০ জন বা হাজার জনকেও যদি আমরা সহযোগিতা করতে পারি, আমরা মনে করি সেটাই আমাদের জন্য বড় অর্জন হবে”— বলেন সাকিব আল হাসান।
 
ক্যান্সার ফাউন্ডেশন নিয়ে সাকিবের যত স্বপ্ন
সাকিব বলেন, আমাদের স্বপ্নটা অনেক বড়। আমরা চাই দেশে একটি উন্নতমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করতে। যেখানে ক্যান্সারের পরিপূর্ণ ও আধুনিক সব চিকিৎসা থাকবে। সেখানে একদম কম খরচে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে মানুষ হাসিমুখে বাড়ি ফিরবে। এক সময় সবাই গর্ব করে বলবে বাংলাদেশে এমন একটি হাসপাতাল আছে। যা ছড়িয়ে পড়বে বিশ্বের বিভিন্ন প্রান্তে। স্বপ্নটা বাস্তবায়ন করা হয়তো এখনই সম্ভব নয়, কিন্তু এক দিন অবশ্যই বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ। 
 
‘এর আগে আমরা একটি ডায়াগনস্টিক সেন্টার করতে চাই। তারও আগে আমরা সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার সচেতনতা নিয়ে কাজ করতে চাই। আমি মনে করি, চিকিৎসার চেয়ে ক্যান্সার সচেতনতা অনেক বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ। কারণ, আমরা যদি আর্লি স্টেজে ডিটেকশন করতে পারি, তাহলে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’ 
 
ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আপনারা জানেন, ক্যান্সারের ট্রিটমেন্ট ও ডায়াগনোসিস খুবই ব্যয়বহুল। এজন্য আমাদের অনেক বেশি সহায়তা প্রয়োজন। আমার মতো ক্রিকেটের সঙ্গে যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন বা দেশের বাইরে যারা আছেন এবং ক্যান্সার নিয়ে কাজ করতে চান, তারা সহযোগিতার মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।’
 
সাকিবদের পাশে থাকার ঘোষণা বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির
সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে পাশে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘ক্যান্সারের ক্ষেত্রে সচেতনতা এবং শুরুর দিকে ধরতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যান্সার হলে যে মানুষ মারা যাবে, জীবন শেষ— এমন পরিস্থিতি এখন কিন্তু নেই। রোগটা যদি আমরা দ্রুত শনাক্ত করতে পারি এবং দ্রুত চিকিৎসা শুরু করতে পারি, তাহলে এখান থেকে ফিরে আসা সম্ভব। প্রতি বছর অসংখ্য ক্যান্সার আক্রান্ত মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছে।’ 

dhakapost
 
‘ক্যান্সার প্রতিরোধে সচেতনতাটা খুবই জরুরি। সে লক্ষ্যে যাত্রা শুরু করেছে সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন। এখন থেকে ক্যান্সার সচেতনতার সঙ্গে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নাম থাকবে— এর চেয়ে ভালো কিছু হতে পারে না।’

মানুষ এখন আগের তুলনায় অনেক সচেতন। এর অন্যতম একটি কারণ, আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও সচেতনতাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আরেকটি কারণ হলো, প্রযুক্তির উৎকর্ষতার কারণে মানুষ ক্যান্সারের নানা কারণ, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে জানতে পারছে। এখন যদি আমরা সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের মাধ্যমে আরেকটু কাজ করতে পারি, বিশেষ করে মানুষের কাছে সচেতনতাকে আরও বেশি ছড়িয়ে দিতে পারি, তাহলে ক্যান্সার প্রতিরোধে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবনাজমুল হাসান পাপন, সভাপতি, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বিসিবি সভাপতি বলেন, ক্যান্সার চিকিৎসা খুবই ব্যয়বহুল। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আরও বেশি কঠিন। তবে, আমরা যদি মানুষকে সচেতন করে তুলতে পারি; সেই সঙ্গে দ্রুত শনাক্ত করতে পারি, তাহলে চিকিৎসার মাধ্যমে রোগীর দ্রুত সুস্থতা নিশ্চিত করা সম্ভব। দেশে ক্যান্সার আক্রান্তের হারও কমে আসবে।

 
 
এ বিষয়ে মানুষের সচেতনতাও বেড়েছে— উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মানুষ এখন আগের তুলনায় অনেক সচেতন। এর অন্যতম একটি কারণ, আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও সচেতনতাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আরেকটি কারণ হলো, প্রযুক্তির উৎকর্ষতার কারণে মানুষ ক্যান্সারের নানা কারণ, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে জানতে পারছে। এখন যদি আমরা সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের মাধ্যমে আরেকটু কাজ করতে পারি, বিশেষ করে মানুষের কাছে সচেতনতাকে আরও বেশি ছড়িয়ে দিতে পারি, তাহলে ক্যান্সার প্রতিরোধে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।’
 
সহযোগিতার আশ্বাস দিয়ে পাপন বলেন, ‘আমি বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর মধ্যে যারা ক্যান্সারের ওষুধগুলো বানাচ্ছে, তারাও যখন যা প্রয়োজন তা দিয়ে সহযোগিতা করবে। ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে শুধু সাকিব বলে নয়, সবার জন্য পুরোপুরি সাপোর্ট থাকবে।’

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ