• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সোহাগের বিরুদ্ধে ১০ সদস্যের তদন্ত কমিটি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩, ০৩:৩৬ এএম

সোহাগের বিরুদ্ধে ১০ সদস্যের তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আর্থিক অনিয়ম এবং নথি জালিয়াতির অভিযোগে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই সঙ্গে আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে। সোহাগের এসব আর্থিক অনিয়মের তদন্ত করতে ১০ সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে।

সোমবার বাফুফে ভবনে জরুরি বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। একইসঙ্গে দায়িত্ব থেকে তাকে অপসারণ করা হয়েছে। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যেই সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে বাফুফে। অন্তর্বর্তীকালীন সময়ে ভারপ্রাপ্ত হিসেবে ফেডারেশনের গুরত্বপূর্ণ পদটির দায়িত্ব পালন করবেন ইমরান হোসেন তুষার।

বৈঠক শেষে বাফুফের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘ইতোমধ্যেই আমরা ১০ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তাদেরকে আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

তদন্ত কমিটির সদস্যরা হলেন- কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, মহিউদ্দিন মহি, আতাউর রহমান ভূঁইয়া মানিক, জাকির হোসেন চৌধুরী, সত্যজিত দাস রুপু, ইলিয়াস হোসেনসহ বাফুফের অডিট বিভাগের তিন জন।

 

জেকেএস/

আর্কাইভ