• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

অসাধারণ বোলিংয়ের পর ব্যাট হাতেও অনবদ্য নাসির

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ১১:৫১ পিএম

অসাধারণ বোলিংয়ের পর ব্যাট হাতেও অনবদ্য নাসির

ক্রীড়া ডেস্ক

প্রতিপক্ষ রান তুলল পৌঁনে তিনশ। তবে নাসির হোসেন তার ১০ ওভারের কোটায় খরচ করলেন মোটে ২০ রান। ৬০ বলের মধ্যে ৪৭টি দিলেন ডট। অল্পের জন্য হলো না ডট বলের ফিফটি। অসাধারণ বোলিংয়ের পর ব্যাট হাতে অনবদ্য সেঞ্চুরি উপহার দিলেন দলকে। ৯৮ বলে ১১২ রানের অপরাজিত ইনিংসে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক। 

২৭৪ রান তাড়ায় নাসির ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। তার পুরো ইনিংসে ছিল ১২টি চার ও তিনটি ছয়ের মার। 

বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ব্যাটে-বলে ঝলক দেখালেন নাসির। আলো ঝলমলে ইনিংসের কাছেই মূলত হেরেছে অগ্রণী। তাও ২০ বল আগে।

ফিফটি পান প্রাইম ব্যাংকের আরেক ব্যাটার মুশফিকুর রহিম। ৬১ বলে একটি করে চার-ছয়ে ৫৩ রানে আউট মি. ডিপেন্ডেবল। চতুর্থ উইকেট জুটিতে নাসির-মুশফিক ১১৩ রান যোগ করেন। 

সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে উসমান খান, সাদমান ইসলাম ও জহুরুল ইসলাম অমির ফিফটিতে ৪ উইকেটে ২৭৩ রান তোলে অগ্রণী ব্যাংক। দুই ব্যাংকের লড়াইয়ে নাসিরের দুর্দান্ত সেঞ্চুরিই গড়ে দেয় ব্যবধান।

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ