• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রোহিতকে ছাড়িয়ে গেইলকে স্পর্শ করার পথে বাবর

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ১০:২১ পিএম

রোহিতকে ছাড়িয়ে গেইলকে স্পর্শ করার পথে বাবর

ক্রীড়া ডেস্ক

বল-বয় থেকে ক্রিকেটে হাতেখড়ি বাবর আজমের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন পাকিস্তানের বর্তমান এই অধিনায়ক।

শনিবার লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন বাবর আজম। তার ৫৮ বলে ১১টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। 

ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ১০.৪ ওভারে গড়েন ৯৯ রানের জুটি। ৩৪ বলে ৬টি চার আর এক ছক্কার সাহায্যে ৫০ রান করে ফেরেন রিজওয়ান। 

ইনিংস শেষ করে মাঠ ছাড়েন বাবর আজম। তার সেঞ্চুরি আর রিজওয়ানের ফিফটিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। শেষ দিকে ১৯ বলে তিন ছক্কা আর  এক বাউন্ডারিতে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ইফতেখার আহমেদ। 

টার্গেট তাড়া করতে নেমে মার্ক চ্যাম্পম্যানের ৪০ বলের ৬৫ রানের অনবদ্য ইনিংসের পরও ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে ইনিংস গুটায় নিউজিল্যান্ড। ৩৮ রানের জয়ে  ২-০তে এগিয়ে যায় স্বাগতিক পাকিস্তান। 

অধিনায়ক হিসেবে এদিন সেঞ্চুরি করার মধ্য রোহিত শর্মাকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বাবর  আজম। অধিনায়ক হিসেবে দুটি করে সেঞ্চুরি আছে ভারতের রোহিত শর্মা ও সুইজারল্যান্ডের ফাহিম নাজিরের। 

তবে টি-টোয়েন্টিতে রেকর্ড ৪টি সেঞ্চুরি আছে রোহিত শর্মার। ৩টি করে সেঞ্চুরি করেছেন বাবর আজম, ভারতের সূর্যকুমার যাদব, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি ও নিউজিল্যান্ডের কলিন মানরো। 

ঘরোয়া-আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলে নবম সেঞ্চুরি করে দ্বিতীয় পজিশনে আছেন বাবর আজম। ৮টি করে সেঞ্চুরি করে যৌথভাবে তিনে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, মাইকেল ক্লিঙ্গার ও অ্যারন ফিঞ্চ। ২২টি সেঞ্চুরি করে ধরাছোঁয়ার বাইরে ক্রিস গেইল। তাকে স্পর্শ করার পথে আছেন বাবর।

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ