• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘বন্ধু বাবর আজমের কারণে নয়, নিজ যোগ্যতায় দলে জায়গা পেয়েছি’

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ১০:৪৫ পিএম

‘বন্ধু বাবর আজমের কারণে নয়, নিজ যোগ্যতায় দলে জায়গা পেয়েছি’

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেট দলের লেগ স্পিনার উসমান কাদিরের দলে জায়গা পাওয়া নিয়ে স্বজনপ্রীতির শোরগোল শোনা যাচ্ছে। উসমান অধিনায়ক বাবর আজমের বন্ধু, এ কারণে তাকে দলে ডাকা হয়েছে—এমনটা শোনা যাচ্ছে। এ ধরনের মন্তব্যে অনেকটাই বিব্রত উসমান। খবর ক্রিকেট পাকিস্তানের।

উসমান কাদির স্থানীয় গণমাধ্যমকে বলেন, বাবর আজম আমাকে দলে আনেননি। নিজ যোগ্যতায় দলে জায়গা পেয়েছি।

তিনি বলেন, প্রতিটি মুহূর্ত নিজেকে তৈরি করতে ব্যয় করেছি। ভালো পারফর্ম করেই জাতীয় দলে জায়গা পেয়েছি।

বন্ধু বাবর প্রসঙ্গে উসমান বলেন, চকচক করলেই সোনা হয় না। আমি কখনোই দলে জায়গা দেওয়ার জন্য বাবরকে সুপারিশ করিনি। সে মূলত পাকিস্তান দলকে প্রতিনিধিত্ব করছে। সে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। গোটা দেশের নজর তার দিকে। তার মাঠের মধ্যে সব সিদ্ধান্ত নিতে হয়—যেটি মোটেও সহজ কাজ নয়।  

‘মানুষ মনে করে বন্ধুত্বের সুবাদেই আমি পাকিস্তান দলে, যেটি ঠিক না। আমি পরিস্কার করে বলতে চাই, বাবর আমাকে দলে আনেননি। ২০১৯ সালে মিসবাহ উল হক যখন প্রধান নির্বাচক তখন আমি দলে সুযোগ পাই। ’

উসমান আরও বলেন, বাবর আজম আমার বন্ধু, আমার বাল্যবন্ধু। সেটি মাঠের বাইরে। মাঠে পারফরমেন্সের বাইরে বন্ধুত্বের কোনো প্রভাব নেই।

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ