• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ওয়ানডে বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবে পাকিস্তান, তবে রয়েছে শর্ত

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩, ০৪:৫৭ পিএম

ওয়ানডে বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবে পাকিস্তান, তবে রয়েছে শর্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়ানডে বিশ্বকাপ আগামী অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে।কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগপর্যন্ত চলমান থাকবে ভারত-পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে শর্ত আরোপ ও নানা আলোচনা-সমালোচনা।কয়েকদিন পরপরই দেশ দুটির ক্রিকেট বোর্ড এশিয়া কাপসহ আসন্ন দুই টুর্নামেন্ট মন্তব্য-পাল্টা মন্তব্য করে আসছে। পরস্পর পাল্টাপাল্টি এই হুমকির পরিস্থিতি তৈরি হয়েছে মূলত তাদের রাজনৈতিক বৈরিতার জের ধরেই। এবার ভারত বিশ্বকাপে খেলতে পাকিস্তান নতুন শর্ত জুড়ে দিয়েছে।

এর আগে সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে অংশগ্রহণে অসম্মতি জানিয়েছিল ভারত। কূটনৈতিক বৈরিতার কারণে তারা পাকিস্তানে যেতে রাজি নয়।ভারত তার পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের হাইব্রিড মডেল দাঁড় করায়। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় পাকিস্তানও। তারাও জানিয়ে দেয়, ভারত না আসলে তারাও সে দেশে বিশ্বকাপ খেলতে যাবে না। তারাও নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়।

এর মাঝেই ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে নতুন শর্ত দিয়েছে। নিরপেক্ষ ভেন্যু না হলেও তারা নির্দিষ্ট করে দিয়েছে ভেন্যু। বাবর আজমদের প্রস্তাবিত দুটি ভেন্যু হচ্ছে কলকাতা ও চেন্নাই।

সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান। এক আইসিসি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটি বলছে, ‘পাকিস্তানের ভারতে আসার পুরো বিষয়টা নির্ভর করছে বিসিসিআই এবং ভারত সরকারের উপর। আইসিসিও সেই দিকেই তাকিয়ে রয়েছে। তবে পাকিস্তান কলকাতা এবং চেন্নাইয়ে তাদের বিশ্বকাপের সব ম্যাচ খেলতে চাইছে। অতীতে তারা এই দুই শহরে অতিরিক্ত ম্যাচ খেলেছে। তাই তারা মনে করছে, সেখানে তাদের খেলাটা খুবই নিরাপদ।’

তিনি জনান, ‘এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান কলকাতায় মুখোমুখি হয়। এছাড়াও কলকাতায় তারা অনেক টুর্নামেন্ট খেলেছে। সেজন্য কলকাতায় খেলতে চায় তারা। কলকাতা এবং চেন্নাই এই দুই শহরের নিরাপত্তা খুব ভালো। তাই শহর দুটিই পাকিস্তানের প্রথম পছন্দ।’


তবে আইসিসি চায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলায় মানুষের সর্বাধিক আগ্রহ থাকায় তাদের ম্যাচ আহমেদাবাদে আয়োজন করতে। এক লাখ ৩২ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন ওই মাঠে সংস্থাটি এই ম্যাচের অধিক মুনাফা তুলতে চায়। ইতোমধ্যে নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে তারা ফাইনালের জন্যও বেছে নিয়েছে।

এর আগে সম্প্রতি পিসিবি প্রধান নাজাম শেঠি জানিয়েছিলেন, ‘আমাদের জনগণ ভারতে গিয়ে পাকিস্তান ক্রিকেট দল খেলুক সেটি চায় না, যদি না ভারত আমাদের দেশে আসে। একইসঙ্গে আমরা যেন নিজেদের অবস্থানে অটল থাকি এবং কোনোভাবেই প্রভাবিত না হই।’


এডিএস/

আর্কাইভ