• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রিংকু এখন শাহরুখ কন্যারও ‘নায়ক’

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০২:০৭ এএম

রিংকু এখন শাহরুখ কন্যারও ‘নায়ক’

ক্রীড়া ডেস্ক

একটা সময় জীবিকার জন্য ঝাড়ুদারের কাজ করতে হতো; কিন্তু ক্রিকেট তাকে ঝাড়ুদার থেকে বিশ্বে পরিচিত করেছে। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন রিংকু সিং।

গতকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রিংকুর অবিশ্বাস্য ব্যাটিংয়ে নিশ্চিত হারের ম্যাচে দাপুটে জয় পায় কেকেআর।

দলকে জয় উপহার দিতে শেষ ওভারে শেষ পাঁচ বলে টানা ৫টি ছক্কা হাঁকান রিংকু। শেষ ওভারে জয়ের জন্য কেকেআরের প্রয়োজন ছিল ২৯ রান।

শেষ পাঁচ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে রীতিমতো নায়ক হয়ে গেছেন রিংকু। ক্রিকেট জগতের পাশাপাশি বলিউডের তারকারাও রিংকুর ব্যাটিং দেখে মুগ্ধ। কেকেআরের মালিক শাহরুখ খান তো রিংকুকে ‘পাঠান’ই বানিয়ে দিয়েছেন।

শাহরুখ খানের ছেলেমেয়ে সুহানা খান ও আরিয়ান খান রিংকুর ব্যাটিং দেখে রীতিমতো মুগ্ধ। ভাইবোন দুজনই রিংকুর পাঁচ ছক্কার প্রতিক্রিয়া দিয়েছেন এক শব্দে। ইনস্টাগ্রামে রিংকুর ব্যাটিংয়ের ছবি দিয়ে আরিয়ান ইংরেজিতে লিখেছেন ‘বিস্ট’। যেটির বাংলা অর্থ দাঁড়ায় ‘বুনো’। যার গায়ে বুনো শক্তি আছে! একই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে শাহরুখ-কন্যা লিখেছেন ‘অবাস্তব’!

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ