• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ছুটি বাড়লো লিটনের

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০১:১৯ এএম

ছুটি বাড়লো লিটনের

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

পৌঁছে গেছে লিটন দা! লিটন দাসের হাস্যোজ্জ্বল তিনটি ছবির উপরে এই ক্যাপশন। ফেসবুক পেজের পোস্ট দেখলেই বুঝে নেয়া যাচ্ছে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটারকে পেয়ে কতটা রোমাঞ্চিত কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্র্যাঞ্চাইজি!

লিটন প্রথমবার গেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে। তিনি নিজেও রোমাঞ্চিত। কলকাতার উদ্দেশে রওনা হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছেন। আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের ক্ল্যাসিক ব্যাটার ম্যাচ খেলতে নামার অপেক্ষায়।

আইপিএল অভিযান শুরুর দিকেই জানা গেল বাড়তি দুই দিন ছুটি চেয়ে বিসিবির কাছে অনুরোধ করেছেন লিটন। বোর্ড তা মঞ্জুর করেছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ নাও খেলতে পারেন টাইগার ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সোমবার সংবাদমাধ্যমকে বলেছেন সেকথা।

‘লিটন দুই দিন বেশি ছুটি চেয়েছে। সবাই ওইখানে যখন ২ তারিখে পৌঁছানোর কথা দলের, সম্ভবত লিটন ৫ তারিখে জয়েন করবে। সেটাতে আমরা রাজি হয়েছি।’

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ, আয়ারল্যান্ডে বৃষ্টির শঙ্কায় আইরিশদের বিপক্ষের সিরিজ খেলবে চেমসফোর্ডে। ৯, ১২ ও ১৪ মে খেলা। তার আগে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আইপিএল খেলতে যাওয়া আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান আগেভাগেই দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ