• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লিটন আইপিএলে যাওয়ার আগে যা বললেন

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০২:৫২ এএম

লিটন আইপিএলে যাওয়ার আগে যা বললেন

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আইপিএলের ষোড়শ আসরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের তিন ক্রিকেটারের। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই টুর্নামেন্টটির উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। পারিবারিক কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। বাকি ছিলেন লিটন দাস।

রোববার (৯ এপ্রিল) বিকেলে তিনিও পাড়ি জমালেন কলকাতার উদ্দেশে।


এবারের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন লিটন। আজ শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারকা এই ওপেনার।

লিটনের মতে, আইপিএলের মতো টুর্নামেন্ট তার জন্য বড় ধরনের সুযোগ। এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখতে চান তিনি। লিটনের ভাষ্য, ‘এ রকম একটা ইভেন্টে কখনো যেতে পারিনি। এটা আমার জন্য অনেক বড় সুযোগ। অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছি, খেলার মধ্যে আছি। সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা থাকবে।’

এবারের আইপিএলে কলকাতার দলে ওপেনার আছেন লিটনসহ তিনজন। তিনজনই বিদেশি। তাদের মধ্যে যেকোনো একজনকেই ম্যাচে খেলানোর সম্ভাবনা থাকবে। তাই জেসন রয় এবং রহমানউল্লাহ গুরবাজকে টপকে যে খুব একটা ম্যাচ খেলার সম্ভাবনা আছে লিটনের- এমনটা নয়। বিষয়টা জানেন লিটন নিজেও। তবে সুযোগ পেলে যেকোনো পজিশনেই পারফর্ম করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই ব্যাটার।

এই প্রসঙ্গে লিটন বলেন, ‘আমি জানি না খেলব কি না। তারা যদি খেলায় যেকোনো পজিশনে ভালো খেলার চেষ্টা করব। এটা শেখার অংশ। যদি নাও খেলতে পারি চেষ্টা করব আইডিয়া নেয়ার যেটা ফিউচারে কাজ দেবে।’

কলকাতা নাইট রাইডার্সে দীর্ঘদিন ধরেই খেলে আসছেন সাকিব আল হাসান। তাই ড্রেসিংরুমের আবহাওয়াটাও অনেকটাই পরিচিত তার। সেই ব্যাপারটাই ধরা পড়ল লিটনের কণ্ঠেও, ‘ব্যাপারটা এখন সম্পূর্ণ আলাদা। একসাথে যেতে পারলে অবশ্যই ভালো লাগতো। জাতীয় দলে একসাথে, আবার কেকেআরেও ড্রেসিংরুম শেয়ার করতে পারলে ভালো লাগতো। এখন কোনো একটা কারণে তিনি যেত পারছেন না।’

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ