• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খেলব কি না জানি না: লিটন

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০১:৪৫ এএম

খেলব কি না জানি না: লিটন

ক্রীড়া ডেস্ক

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল খেলতে আজ ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন লিটন দাস। দেশ ছাড়ার আগে অবশ্য হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানেই জানিয়েছেন, আইপিএলে ম্যাচ পাবেন কিনা এখনও জানেন না তিনি, তবে এই ব্যাটার মনে করেন এটা শেখারই অংশ।

লিটন বলেন, ‍‍`আমি জানি না খেলবো কি না। এটা শেখার অংশ। চেষ্টা করবো আইডিয়া নেয়ার যেটা ফিউচারে কাজ দিবে।‍‍` 


আইপিএলে যাওয়ার আগে টেস্ট মাচ খেলেছেন লিটন। এতে করে প্রস্তুতিতে কি কোনো ঘাটতি রয়েছে কি না জবাবে লিটন বলেন, ‍‍`প্রিপায়ারড বলতে, প্রাক্টিস করেছি, অনেকদিন ধরেই খেলতেছি। দেখা যাক কি হয়।‍‍`

‍‍`এটা একটা ভালো একটা অপরচুনিটি। এরকম ইভেন্টে আগে কখনো যেতে পারি নি। এটা ফার্স্ট টাইম আমার জন্য। অবশ্যই ভালো লাগার দিক। আমি হ্যাপি।‍‍`- আরও যোগ করেন তিনি।


এডিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ