প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ১২:৫৭ এএম
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতের উদ্দেশে উড়াল দিবেন লিটন দাস। ইতিমধ্যে বিমানবন্দরে আছেন লিটন। আজ রবিবার ৯ এপ্রিল সন্ধ্যা সোয়া ৭টার ফ্লাইটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। কথা ছিল, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষেই আইপিএল খেলতে যাবেন লিটন।
তবে, গুঞ্জন ওঠে- ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে চান তিনি। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন টাইগার ওপেনার। আজই আইপিএল খেলতে কলকাতায় যাবেন তিনি। তবে, সেখানে পৌঁছেই নাইট রাইডার্স সতীর্থদের পাবেন না লিটন। এই মুহূর্তে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ খেলতে আহমেদাবাদে অবস্থান করছে কেকেআর।
ম্যাচ শেষে রাতেই কলকাতায় ফিরবে শাহরুখ খানের দল। হয়তো তখনই আনুষ্ঠানিক পরিচয় পর্ব সারবেন প্রথমবার আইপিএলে অংশ নেয়া এই ক্রিকেটার। যদিও স্কোয়াডে জেসন রয় ও রহমানউল্লাহ গুরবাজ থাকায়, লিটনের ম্যাচ পাওয়া নিয়ে রয়েছে সংশয়।
লিটনকে ১৬তম আসরের মিনি নিলাম থেকে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছিল কলকাতা। তার সঙ্গে নেয়া হয়েছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকেও। কিন্তু জাতীয় দলের ব্যস্ততা ও পারিবারকে গুরুত্ব দিয়ে শেষদিকে কলকাতার সঙ্গে বোঝাপড়া করে নাম প্রত্যাহার করে নেন সাকিব। তার জায়গায় জেসন রয়কে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিএস/