প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ১২:০৬ এএম
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে তিন ম্যাচে ১৫৮ রান করেছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে ওয়ার্নারের স্ট্রাইক রেটটা খুব কম, মাত্র ১১৭.০৪। গতকাল শনিবার ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৫ বলে ৬৫ রানের ধীরগতির ইনিংস খেলেছেন ওয়ার্নার। এ জন্য ভারতের সাবেক হার্ডহিটার ব্যাটার বীরেন্দ্র শেবাগ ওয়ার্নারকে স্ট্রাইকরেট বাড়ানোর কথা বললেন।
এদিকে দিল্লি-রাজস্থান ম্যাচ শেষে শেবাগ বলেন, ‘ডেভিড, তুমি যদি এটা শুনতে পাও, তা হলে ভালো খেলো। ২৫ বলে ৫০ করার চেষ্টা করো। জয়সওয়ালের (রাজস্থানের ব্যাটার) থেকে শেখো। ও কিন্তু ২৫ বলে ৫০ করেছে। যদি তুমি সেটা করতে না পারো তা হলে দয়া করে আইপিএলে খেলতে এসো না।’
শেবাগ প্রশ্ন তুলেছেন ওয়ার্নারের মানসিকতা নিয়েও। তার মতে, ওয়ার্নার এতো ধীরগতিতে খেলার কারণেই বাকিরা রান করতে পারছেন না। শেবাগ বলেন, ‘ডেভিড যদি ৩০ রানের মধ্যে আউট হয়ে যায় তাহলে ওর দলের পক্ষেই সেটা ভালো হবে। দরকার নেই ৫৫-৬০ রান করার। রভম্যান পাওয়েল এবং অভিষেক পোরেলের মতো ক্রিকেটাররা বসে রয়েছে। ওরা আরো আগে নেমে কিছু একটা তো করতে পারবে। ওদের জন্য কোনো বলই রাখছে না ওয়ার্নার।’
বিএস/