• ঢাকা মঙ্গলবার
    ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

আয়ারল্যান্ড বিপক্ষে সিরিজে নেই তাসকিন, নতুন মুখ মৃত্যুঞ্জয়

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩, ১১:৪৭ পিএম

আয়ারল্যান্ড বিপক্ষে সিরিজে নেই তাসকিন, নতুন মুখ মৃত্যুঞ্জয়

ক্রীড়া ডেস্ক

চোটের কারণে আয়ার‌ল্যান্ড বিপক্ষে একমাত্র টেস্ট থেকে চিটকে পড়েছিলেন তাসকিন। সেই চোটের কারণে মাঠে ফিরতে আরও সময় অপেক্ষা করতে হবে এই ফাস্ট বোলারকে। আগামী মাসে আয়াল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে থাকছেন না তাসকিন। তার পরিবর্তে প্রথমবার দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

আয়ারল্যান্ডের হোম সিরিজ হলেও আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। আগামী ৯ মে থেকে শুরু হবে সিরিজটি। ১২ ও ১৪ মে সিরিজের বাকী দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের সিরিজের জন্য রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও তাইজুল। বাদ পড়েছেন নাসুম।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, ইয়াসির আলি, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী।

 

 

বিএস/

আর্কাইভ