• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শ্রীলঙ্কাকে হারিয়ে নিউজিল্যান্ডের সিরিজ জয়

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ১০:৫৬ পিএম

শ্রীলঙ্কাকে হারিয়ে নিউজিল্যান্ডের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক

সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ হাসি হাসলো নিউজিল্যান্ডই। প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ ব্যবধানে সমতা আসায় শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিলো অলিখিত ফাইনাল।

 শনিবার (৮ এপ্রিল) কুইন্সটাউনের জন ডেভিস ওভাল স্টেডিয়ামে সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

মূলত টিম সেইফার্টের ৪৮ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে জয় তুলে নিয়েছে কিউইরা। ৩ ছক্কা ও ১০ চারে সাজানো ইনিংসটি খেলে তিনি যখন সাজঘরে ফেরেন, ততক্ষণে দলের সংগ্রহ হয়ে গেছে ১৫৪ রান।

শেষ ২৩ বলে মাত্র ২৯ রান দরকার ছিলো। কিন্তু সেইফার্ট বিদায় নেওয়ার পর মার্ক চ্যাপম্যান (১৬), জেমি নিশাম (০) ও ড্যারিল মিচেল (১৫) আউট হলে চাপে পড়ে কিউইরা। তবে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছতে সমর্থ হয় তারা। বল হাতে লঙ্কানদের লাহিরু কুমারা নিয়েছেন ৩ উইকেট।

এর আগে কুশলের ৪৮ বলে ৭৩ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করেছিল লঙ্কানরা। কুশল পেরেরার ২১ বলে ৩৩ ও পাথুম নিসাঙ্কার ২৫ বলে ২৫ রানের ইনিংসও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিউইদের হয়ে ২ উইকেট পেয়েছেন বেঞ্জামিন লিস্টার।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ