• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টি-টয়েন্টি ম্যাচ

অল্পের জন্য বাঁচলেন স্টেডিয়ামের দর্শকরা

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০৭:৫৪ পিএম

অল্পের জন্য বাঁচলেন স্টেডিয়ামের দর্শকরা

ক্রীড়া ডেস্ক

মাঠে চলছিল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠের খেলায় দেখা গেছে একের পরীক নাটকীয়তা। তবে এদিন মাঠের বাইরেও ঘটেছে অদ্ভুত এক ঘটনা।

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টি-টয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালে স্টেডিয়ামের উপর দিয়ে একটি বিমান উড়ে যায়। মাঠ পেরিয়ে বাউন্ডারির পাশ দিয়ে উড়ে যাওয়ার এক পর্যায়ে দর্শকদের খুব কাছে চলে আসে বিমানটি। এক পর্যায়ে দেখা দেয় দুর্ঘটনার আশংকাও। কারণ দর্শক এবং বিমানের চাকার মধ্যকার দূরত্ব ছিল তখন মাত্র কয়েক ফুটের।  

প্রাকৃতিক নিদর্শনে ভরপুর কুইন্সটাউন শহরের অসাধারণ সুন্দর মাঠ জন ডেভিস ওভাল। মাঠের চারপাশেই দারুণ সব প্রাকৃতিক নিদির্শন। মাঠ ঘেঁষেই আছে প্রাগৈতিহাসিককালে গড়ে ওঠা পাহাড়। পাহাড়ের ঢলে গড়ে ওঠা স্টেডিয়ামটিতে দর্শকদের জন্য গ্যালারির খুব একটা ব্যবস্থা নেই।

সামান্য পরিমাণ কিছু গ্যালারি ছাড়া দর্শকদের জন্য বসার ব্যবস্থা রয়েছে বাউন্ডারি লাইনের বাইরের ঘাসে। মাঠের তেমনই কোনো এক পাশে বাউন্ডারি লাইনের বাইরে বসে ছিলেন বেশকিছু দর্শক। এমন সময় হুট করেই বিমানটা তাদের মাথার ওপর দিয়ে উড়ে যায়। শুরুর দিকে বিমানটি দেখে ভ্রুক্ষেপ না করলেও সেটা কাছে আসতে শুরু করলে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন দর্শকরা। তবে সেই সামান্য কয়েকটি মুহূর্ত পেরিয়ে গেলে আবার হাঁফ ছেড়ে বাঁচেন  দর্শকরা।

ঘটনাটি ঘটেছে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, পাহাড়ি এলাকার বাতাসের কারণে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনার পর আবার নির্বিঘ্নে ম্যাচ উপভোগ করেছেন দর্শকরা। 

বিমানের কারণে কিছুটা বিব্রতকর সমস্যায় পড়লেও মাঠের খেলায় ঠিকই দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভারে জয় তুলে নিয়েছে টম ল্যাথামের দল। টিম সাইফার্টের নৈপুণ্যে তৃতীয় ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি সিরিজও জিতেছে কিউইরা। 
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ