• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মেসির ক্লাবে বিরুদ্ধে এমবাপ্পের মামলার হুমকি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০৫:২৪ পিএম

মেসির ক্লাবে বিরুদ্ধে এমবাপ্পের মামলার হুমকি

ক্রীড়া ডেস্ক

ফ্রান্স ফুটবল দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে পিএসজির বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন।

ক্লাবটি টিকিটের প্রচারের জন্য একটি ভিডিওতে তার ছবি ব্যবহার করায় তিনি এ হুমকি দেন।  ইনস্টাগ্রামে একটি ভিডিওতে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। - খবর আনন্দবাজারের।

ইনস্টাগ্রামে এমবাপ্পে বলেন, “আমি জানতাম না ক্লাব কী জন্য আমার সাক্ষাৎকার নিচ্ছে। মনে হয়েছিল সাধারণ কোনো সাক্ষাৎকার। কিন্তু যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেটির সঙ্গে আমি এক মত নই। ’

তাই নিজের ছবির স্বত্ব নেওয়ার জন্য লড়াই করছেন তিনি।

তিনি আরও বলেন, ‘পিএসজি খুব বড় দল, কিন্তু এটা তো কিলিয়ান সঁ জরমঁ নয়।’

ফরাসি অধিনায়কের আপত্তিতে ভিডিওটি সরিয়ে দেয় পিএসজি।  তবে ইউটিউবে রয়ে গেছে তা।

ভিডিওতে দেখা যায়, সেখানে এমবাপ্পের মুখ ব্যবহার করা হয়েছে।  সেই বিজ্ঞাপনের ভিডিওতে এমবাপ্পেকেই শুধু কথা বলতে শোনা যায়।  লিওনেল মেসিকে দেখা যায়নি।

এই মৌসুম শেষে এমবাপ্পে ফরাসি ক্লাব ছাড়বেন বলেও শোনা যাচ্ছে।  যদিও ক্লাবটির পক্ষ থেকে এমবাপ্পের বক্তব্যের পর কোনো পালটা বার্তা দেওয়া হয়নি।

 

 

বিএস/

আর্কাইভ