• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০৬:০৬ পিএম

ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের ফিনালিস্সিমায় শিরোপা জিতেছে ইংল্যান্ড। ইউরোপ ও লাতিন আমেরিকার মহাদেশীয় চ্যাম্পিয়নদের সেরা এখন ইংলিশ মেয়েরা।

মঙ্গলবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ব্রাজিল-ইংল্যান্ডের ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত সময়ে দুই দলের কেউই গোলে না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের ৪-২ ব্যবধানে হারায় ইউরো চ্যাম্পিয়নরা।

গতবার ছেলেদের বিশ্বকাপের আগে ফিনালিস্সিমা ট্রফির আয়োজন হয়েছিল। সে সময় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর অবশ্য কাতার বিশ্বকাপও জিতেছিল লিওনেল মেসিরা। এবার মেয়েদের বিশ্বকাপের আগে প্রথমবারের আয়োজন ফিনালিস্সিমা ট্রফিটি জিতল ইংল্যান্ডের মেয়েরা।

লাতিন আমেরিকার দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গত বছর কোপা আমেরিকা জিতে ব্রাজিলের মেয়েরা। মেয়েদের কোপার নমব আসরে মধ্যে রেকর্ড অষ্টম বারের মতো চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। অন্যদিকে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে প্রথমবার মেয়েদের হাত ধরে আসে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা।

দুই মহাদেশীয় চ্যাম্পিয়নদের শিরোপার লড়াইয়ে ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় ইংলিশরা। লুচি ব্রোঞ্জের সহযোগিতায় ২৩ মিনিটে ইলা টুনির গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপর আধিপত্য নিয়ে খেলার চেষ্টা করলেও শেষ মুহূর্তে গোল করে সমতায় ফেরান আনদ্রেসা আলভেস।

গোল সমতায় শেষ হয় নির্ধারিত সময়। অতিরিক্ত সময়ও শেষ হয় সমতায়। ফলাফলের নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জয় পায় ইংলিশ মেয়েরা।

 

জেকেএস/

আর্কাইভ