প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০৫:৫৮ পিএম
অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শুক্রবার (৭ এপ্রিল) সকালে এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচে পেরুকে ৩-০ গোলে উড়িয়ে দেয় তারা।
পেরুর বিপক্ষে ম্যাচে ১৭ মিনিটে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ক্লাউডিও ইচেভেরির গোলে এগিয়ে যায় আকাশি নীলরা। এরপর ২২ মিনিটে ব্যবধান বাড়ান অগাস্টিন ফ্যাবিয়ান রুবার্তো। আর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলীয় তৃতীয় গোল করেন ক্লাউডিও ইচেভেরি।
প্রথম হাফে এই তিন গোলের ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয় হাফে অবশ্য কোনো গোল পায়নি আর্জেন্টিনা। আর পেরুও গোল করতে ব্যর্থ হয়। ফলে ৩-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে জুনিয়র আলবিসেলেস্তেরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ৪-২ গোলে হারিয়েছিল ভেনেজুয়েলাকে এবং দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে পরাজিত করে। জুনিয়র আর্জেন্টাইনদের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে।
অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর এটি। টুর্নামেন্টের সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আর্জেন্টিনা জিতেছে চারটি শিরোপা।
জেকেএস/