• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৩৮ রান

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০৪:৪৮ পিএম

জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৩৮ রান

ক্রীড়া ডেস্ক

সম্ভাবনা ছিল, গতকাল (বৃহস্পতিবার) দুপুরের মধ্যেই সাকিব-লিটনদের জয়ে শেষ হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট। তবে হ্যারি টেক্টর, লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রেইনের অনবদ্য ইনিংস টাইগারদের সেই জয়কে দূরে ঠেলে দেয়।

তবে আয়ারল্যান্ডকে দ্রুত থামানোর লক্ষ্যে মাঠে নামা টাইগাররা আজ চতুর্থ দিনের শুরুতেই সাফল্যের দেখা পেয়েছে। যার ধারাবাহিকতায় মিরপুর টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৮ রান।

তৃতীয় দিন শেষে ৭১ রানে অপরাজিত থাকা ম্যাকব্রেইনকে আজ শুরুতেই সাজঘরে ফেরান পেসার ইবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন ম্যাকব্রাইন। বল তার ব্যাটের বাইরের কানা ফাঁকি দিয়ে আঘাত হানে অফ স্টাম্পে। ক্যারিয়ারের প্রথম ফিফটি করা ম্যাকব্রেইন করেছেন ৭২ রান। ১৫৬ বলের ইনিংস সাজিয়েছেন ৮ চার ও ১ ছক্কায়।

ম্যাকব্রেইনের পর সাজঘরের পথ ধরেন গ্রাহাম হিউম। আর এতেই ২৯২ রানে থামে আইরিশদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং।

উল্লেখ্য, প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে দ্বিতীয় দিন ৩৬৯ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন বিকেলের সেশনে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়েন আইরিশ ব্যাটাররা। ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ফলে ৬ উইকেট হাতে নিয়ে ১২৮ রানে পিছিয়ে ছিলো আইরিশরা। তবে তৃতীয় দিনে লরকান টাকার শতকে ঘুরে দাড়িয়ে ৮ উইকেটে ২৮৬ রান করেছিল আইরিশরা। ফলে ১৩১ রানের লিড নিয়ে দিন শেষ হয়েছিল অ্যান্ড্রু বালবির্নির দলের। 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ