• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চেলসির অন্তর্বর্তীকালীন কোচ ল্যাম্পার্ড

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩, ০৩:৪০ এএম

চেলসির অন্তর্বর্তীকালীন কোচ  ল্যাম্পার্ড

ক্রীড়া ডেস্ক

গুঞ্জনটাই সত্যি হলো। মৌসুমের বাকি সময়ের জন্য চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। বৃহস্পতিবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বিষয়টি জানায় প্রিমিয়ার লিগের ক্লাবটি।

২০২১ সালের জানুয়ারিতে চেলসি থেকে বরখাস্ত করা হয় ল্যাম্পার্ডকে। প্রথম দফায় জায়ান্ট ক্লাবটিতে ১৯ মাস দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে এভারটনের কোচ হন ল্যাম্পার্ড। এরপর গত জানুয়ারিতে সেখান থেকে অব্যাহতি নেন তিনি।

চেলসির টানা ব্যর্থতায় গত রোববার গ্রাহাম পটারকে বরখাস্ত করেছিল ক্লাবটি। এবার পটারের স্থলাভিষিক্ত হলেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার ল্যাম্পার্ড। চেলসি থেকে বরখাস্ত হওয়ার দুই বছরের একটু বেশি সময় পর পুনরায় স্ট্যামফোর্ড ব্রিজে ফিরলেন ৪৪ বর্ষী কোচ।

আগামী রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে উলভসের বিপক্ষে দ্বিতীয় দফায় চেলসির হয়ে অভিষেক হবে কোচ ল্যাম্পার্ডের।

 

 

বিএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ