• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ব্রাজিলের জয়যাত্রা রুখে দিল ইকুয়েডর

প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৮:০৩ এএম

ব্রাজিলের জয়যাত্রা রুখে দিল ইকুয়েডর

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকার গ্রুপ ‘বি’ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল স্বাগতিক ব্রাজিল। যে কারণে ইকুয়েডরের বিপক্ষে থাকা শেষ ম্যাচে দলের একাদশে কয়েকটি পরিবর্তন আনেন কোচ তিতে। 

নেইমার ও কাসেমিরো মাঠেই নামাননি। এর ফলও পেতে হয়েছে ব্রাজিলকে। টানা ১০ জয়ের পর ইকুয়েডরের সঙ্গে ড্র করে মাঠ ছাড়ল তিতের দল। আর স্বাগতিকদের সঙ্গে ড্র করে কোপা আমেরিকায় টিকে থাকল ইকুয়েডর। তাই সব জয় পেয়েও গ্রুপ পর্বের খেলায় শেষ হাসিটা হাসতে পারেনি ব্রাজিল।

বাংলাদেশ সময় সোমবার ভোররাতে গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে  ‘বি’ গ্রুপের ম্যাচ ১-১ গোলে ড্র করেছে  ব্রাজিল-ইকুয়েডর।

আগেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হওয়া ব্রাজিলের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে সাধ্যের সবটুকু দিয়েই লড়াই করেছে ইকুয়েডর। থামিয়ে দেয় ব্রাজিলের জয়রথ।

ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল গোলের উদ্দেশ্যে শট নেয় মোট ৬টি। ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইকুয়েডরের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল।

নিজেদের প্রথম ভালো সুযোগে ৩৭তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন মিলিতাও। এভেরতনের ফ্রি কিকে দারুণ হেডে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে চেপে ধরে ইকুয়েডর। ৫২তম মিনিটে সমতায় ফেরে তারা। কর্নার থেকে বল পেয়ে হেডে ভালেন্সিয়া খুঁজে নেন আনহেল মেনাকে। বাকিটা অনায়াসে সারেন তিনি।

শেষ দিকেও এসেছিল সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই। তবে ব্রাজিল ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয় করে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে। এরই মধ্যে শেষ করেছে গ্রুপ পর্বের খেলা। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তাদের ৪ নম্বরে রয়েছে ইকুয়েডর।

একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারানো পেরু ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। আর ২ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে বিদায় নিল ভেনেজুয়েলা। ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে কলম্বিয়া। 

টিআর/এএমকে
আর্কাইভ