
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ১০:০০ পিএম
মার্চজুড়ে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। মিলেছে সেই প্রতিদানও। জায়গা পেয়েছেন ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায়। সেরার লড়াইয়ে বাংলাদেশ অধিনায়কের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান।
বৃহস্পতিবার মার্চ সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন পাপুয়া নিউগিনির সিবোনা জিমি ও রাভিনা ওয়া এবং রুয়ান্ডার হেনরিয়েট ইশিমউই।
মাস জুড়ে ব্যাট-বলে অনন্য ছিলেন সাকিব। খেলেছেন ১২টি ম্যাচ। ব্যাট ৩৫৩ রানের পাশাপাশি বল হাতে ১৫ উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগারদের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং উইকেট শিকারী ছিলেন তিনি। সিরিজে এক মাত্র জয়ের দিনে ৭১ বলে ৭৫ রান করেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের অগ্রনায়কও ছিলেন সাকিব।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন সাকিব ছিলেন অনন্য। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৪ বলে ৩৮ রানের পাওয়ার প্লেতে পাঁচ উইকেট শিকার করেন তিনি।