• ঢাকা মঙ্গলবার
    ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ব্রাজিলকে টপকে শীর্ষে আর্জেন্টিনা

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৯:৪৯ পিএম

ব্রাজিলকে টপকে শীর্ষে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

সময়টা এখন মেসি এবং আর্জেন্টিনার। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল দল এ সময়ে একের পর এক সাফল্য তুলে নিয়েছে। কোপা আমেরিকা জয়ের পর বিশ্বকাপও জিতেছে।  একটুরও জন্য সর্বাধিক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা তারা গড়তে পারেনি। তবে বিশ্বকাপ জয়ের পর ফিফা স্বীকৃত র্যাংকিংয়ের শীর্ষ অবস্থানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দেশটি। অবশেষে বৃহস্পতিবার ফিফার সেই ঘোষণা এসেছে। ব্রাজিলকে হটিয়ে মেসির দেশ আর্জেন্টিনা এখন নেতৃত্বে উঠে এসেছে। দীর্ঘ ছয় বছর পর তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এই প্রথম শীর্ষে উঠে আসলো।


বিশ্বকাপ জয়ের পরও আর্জেন্টিনা তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কুরাকাওকে ৭-০ গোলে বিশাল ব্যবধানে হারায়। কুরাকাওয়ের বিরুদ্ধে মেসি হ্যাটট্রিক করে আন্তর্জাতিক ফুটবলে শতাধিক গোল করার মাইলফলকে পৌছান। প্রীতি ম্যাচে নিজেদের সাফল্যের বিপরীতে শীর্ষে থাকা ব্রাজিলের হার আর্জেন্টিনাকে শীর্ষে পৌছাতে সহায়তা করেছে। প্রীতি ম্যাচে ব্রাজিল মরক্কোর কাছে ১-২ গোলে হারে। মরক্কোর কাছে এই হার ব্রাজিলকে শুধু যে শীর্ষ থেকে ছিটকে দিয়েছে তা নয়, তারা দ্বিতীয় স্থানও হারিয়েছে। বিশ্বকাপের রানার্স আপ দল ফ্রান্স দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া ফ্রান্স বিশ্বকাপ পরবর্তী ম্যাচে জয়ের ধারায় ফিরেছে। ইউরো বাছাইয়ে দলটি নেদারল্যান্ডসকে ৪-০ এবং আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে।


বৃহষ্পতিবার ঘোষিত র্যাংকিংয়ে শীর্ষ এই তিন দলে পরিবর্তন এসেছে। শীর্ষ দশের আর কোনো দলের স্থান পরিবর্তন হয়নি। শীর্ষ দশ দলের অবস্থান আর্জেন্টিনা -১৮৪০, ফ্রান্স -১৮৩৮, ব্রাজিল -১৮৩৪, বেলজিয়াম -১৭৯২, ইংল্যান্ড -১৭৯২, নেদারল্যান্ডস -১৭৩১, ক্রোয়েশিয়া -১৭৩০, ইতালি -১৭১৩, পর্তুগাল -১৭০৭ও স্পেন -১৬৮২।


এশিয়া দলগুলোর মধ্যে জাপান রয়েছে শীর্ষে। তাদের অবস্থান ২০তম। বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ।
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ