• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টানা তৃতীয় মেয়াদে উয়েফার প্রেসিডেন্ট সেফেরিন

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৪:১৯ পিএম

টানা তৃতীয় মেয়াদে উয়েফার প্রেসিডেন্ট সেফেরিন

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও উয়েফার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অ্যালেক্সান্ডার সেফেরিন। টানা তৃতীয় মেয়াদে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।

বুধবার পর্তুগালের লিসবনে উয়েফার গভর্নিং বডির অর্ডিনারি কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হন সেফেরিন। চার বছর মেয়াদে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন ৫৫ বর্ষী স্লোভেনিয়ান আইনজীবী।

২০১৫ সালে দুর্নীতির অভিযোগে ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হন উয়েফার সাবেক সভাপতি মিসেল প্লাতিনি। আপিল করেও হেরে যান তিনি। পরে ২০১৬ সালে প্রথমবার উয়েফা প্রেসিডেন্ট নির্বাচিত হন সেফেরিন। এরপর ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চার বছরের জন্য উয়েফার প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি।

২০২১ সালের এপ্রিলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন সেফেরিন। সে বছর ইউরোপের ১২টি ক্লাব উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণা দিয়েছিল। তবে ভক্ত-সমর্থক থেকে শুরু করে ফুটবল সংস্থাগুলোর প্রবল চাপ এবং সাবেক-বর্তমান ফুটবলারদের তীব্র সমালোচনার মুখে ৪৮ ঘণ্টার মধ্যে সে পরিকল্পনা ভেস্তে যায়।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ