প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০২:৪৪ এএম
আফগানিস্তানের রশিদ খান ও ভারতের হার্দিক পান্ডিয়া, দুজনই খেলছেন আইপিএলের দল গুজরাট টাইটান্সের হয়ে। মুসলমান ধর্মের অনুসারী রশিদ সম্ভবত রোজাও রাখছেন, নইলে তিনি সেহরি করবেন কেন! তা যা-ই হোক, রশিদের সঙ্গে সেহরিতে যোগ দিয়েছিলেন অমুসলিম পান্ডিয়া। আর তাতেই তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
সেহরি করছেন, এমন একটি মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রশিদ। সেখানেই উপস্থিত হন পান্ডিয়া। সঙ্গে ছিলেন আরও দুজন। শেয়ারকৃত সেই ছবিতে পান্ডিয়াকে নিয়ে স্তুতিবাক্য ইন্টারনেট ব্যবহারকারীদের। রশিদ নিজেও দলপতির উপস্থিতিতে আনন্দিত হয়েছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘অধিনায়কের সঙ্গে সেহরি, তুমি আমাদের সঙ্গে যোগ দেয়ায় খুব খুশি হয়েছি।’
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ওই ছবিতে মন্তব্য করেছেন ‘সুন্দর মুহূর্ত’ বলে। মুরতাজা বাগতি নামে একজন লিখেছেন, ‘হার্দিক পান্ডিয়ার সেহরিতে যোগ দেয়ার বিষয়টি দেখে খুব ভালো লাগছে।’ আরেকজনের মন্তব্য, ‘সাধারণত পান্ডিয়াকে আমি পছন্দ করি না, কিন্তু আজ থেকে ওর প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে।’ আরেকজনের ভাষ্য, ‘ওয়াও! পান্ডিয়া কী দারুণ অধিনায়ক। সতীর্থের সঙ্গে সেহরি করার জন্য রাত জাগছেন।’
ওই ছবিটি নিজেদের ফেসবুক পেজেও শেয়ার করেছে গুজরাট। সেখানেও ক্রিকেট অনুসারীদের প্রশংসার জোয়ারে ভাসছেন ভারতের ক্রিকেটার। তবে এর উল্টো চিত্রও আছে। সনাতন ধর্মাবলম্বী হয়েও পান্ডিয়া সেহরিতে যোগ দেয়ায় কেউ কেউ তাকে গালিও দিচ্ছেন।