প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ১২:১৭ এএম
প্রথম বাংলাদেশি হিসেবে ম্যারিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য সম্মাননা পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। দীর্ঘ ১৯ বছর যাবৎ বাংলাদেশের ক্রিকেটে অনন্য অবদান রাখায় সাবেক অধিনায়ককে এ সম্মাননা দেয়া হয়।
বুধবার এক প্রজ্ঞাপনে এমসিসি সম্মাননায় ভূষিতদের নাম প্রকাশ করে। সেখানে মাশরাফির পাশাপাশি স্থান পেয়েছেন আরও ১৮ ক্রিকেটার।
আজীবন সদস্য সম্মাননায় ভূষিত ক্রিকেটাররা হলেন, এমএস ধোনি (ভারত), সুরেশ রায়না (ভারত), যুবরাজ সিং (ভারত), মুহাম্মদ হাফিজ (পাকিস্তান), মাশরাফী বিন মোর্ত্তজা (বাংলাদেশ), ইয়ন মরগান (ইংল্যান্ড), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), রস টেইলর (নিউজিল্যান্ড), মেরিসা আগুইলেইরা (ওয়েস্ট ইন্ডিজ), ঝুলন গোস্বামী (ভারত), মিতালি রাজ (ভারত), জেনি গান (ইংল্যান্ড), অ্যামি স্যাটারথওয়েট (নিউজিল্যান্ড), রাচেল হেইনস (অস্ট্রেলিয়া), লরা মার্শ (ইংল্যান্ড) ও আনিয়া শ্রাবসোল (ইংল্যান্ড)।
এমসিসি কমিটি ক্রিকেটারদের অসামান্য আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বীকৃতি দিতে সম্মাননাটি দিয়ে থাকেন। এছাড়া খেলায় ব্যতিক্রমী অবদান রাখা ক্রিকেটারদেরও আজীবন সদস্যপদ সম্মনাটি দেয়া হয়।
সম্মাননা প্রাপ্ত সদস্য়দের খুব দ্রুতই চিঠি পাঠাবে এমসিসি। চিঠিগুলো পাওয়ার পর যে কোনো সময় সম্মাননাটি গ্রহণ করতে পারবেন তারা। এর আগে ২০২১ সালে শেষবার আজীবন সদস্য সম্মাননা দেয় এমসিসি। সেখানে অ্যালিস্টার কুক, জ্যাক ক্যালিস, হরভজন সিং এবং সারাহ টেইলরসহ ১৮ জন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়।
জেকেএস/