প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ১১:২৮ পিএম
প্রথম ইনিংসে ১৫৫ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি আইরিশদের। সাকিব-তাইজুলের স্পিনে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে অথিতিরা।
মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় সফরকারীরা। দলীয় ১ রানের মাথায় শূন্য জেমস ম্যাককুলামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় আঘাতটি আনেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। ১ রান করা মারি কামিনসকে সাজঘরে পাঠান এসি স্পিনার।
এরপর আইরিশ অধিনায়ক আন্ড্রু ব্যালবির্নিও সুবিধা করতে পারেননি। দ্বিতীয় অঙ্কের ঘর ছোঁয়ার আগেই বোল্ড হয়ে ফেরেন আইজুলের বলে। ব্যালবির্নির ব্যাট থেকে আসে ৩ রান।
চতুর্থ উইকেটি তুলে নেন টাইগার অধিনায়ক সাকিব। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে কার্টিস ক্যামফার ১ রান করে ফিরে যান।
এর আগে প্রথমদিনে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ব্যাট করতে সব উইকেট হারিয়ে ৩৬৯ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। এতে করে ১৫৫ রানের লিড মিলেছে সাকিবের দল।