• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সাকিব-তাইজুল স্পিনে বিপর্যয়ে আয়ারল্যান্ড

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ১১:২৮ পিএম

সাকিব-তাইজুল স্পিনে বিপর্যয়ে আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ইনিংসে ১৫৫ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি আইরিশদের। সাকিব-তাইজুলের স্পিনে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে অথিতিরা।

মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় সফরকারীরা। দলীয় ১ রানের মাথায় শূন্য জেমস ম্যাককুলামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় আঘাতটি আনেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। ১ রান করা মারি কামিনসকে সাজঘরে পাঠান এসি স্পিনার।

এরপর আইরিশ অধিনায়ক আন্ড্রু ব্যালবির্নিও সুবিধা করতে পারেননি। দ্বিতীয় অঙ্কের ঘর ছোঁয়ার আগেই বোল্ড হয়ে ফেরেন আইজুলের বলে। ব্যালবির্নির ব্যাট থেকে আসে ৩ রান।

চতুর্থ উইকেটি তুলে নেন টাইগার অধিনায়ক সাকিব। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে কার্টিস ক্যামফার ১ রান করে ফিরে যান।

এর আগে প্রথমদিনে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে ব্যাট করতে সব উইকেট হারিয়ে ৩৬৯ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। এতে করে ১৫৫ রানের লিড মিলেছে সাকিবের দল।

আর্কাইভ