• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাকিস্তানের জাতীয় দলের জার্সিতে ফিরলেন শাহিন আফ্রিদি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৭:০৫ পিএম

পাকিস্তানের জাতীয় দলের জার্সিতে ফিরলেন শাহিন আফ্রিদি

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ চার মাস পর পাকিস্তানের জাতীয় দলের জার্সিতে ফিরছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। এছাড়া আফগানিস্তান সিরিজ শেষে দলে ফিরছেন ছুটিতে থাকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

গত মঙ্গলবার (৪ মার্চ) আসন্ন পাঁচ টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে ১৪ এপ্রিল। আর শেষ হবে ৭ মে।

টি-টোয়েন্টি এবং ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে ১৬ জন ক্রিকেটারকে। এছাড়া অতিরিক্ত আরও তিন খেলোয়াড়কে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। ২০২২ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন আফ্রিদি।

পরে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ফেরেন পাকিস্তানি এই পেসার। তবে বিশ্বকাপের ফাইনালে আবারও হাঁটুতে চোট পান আফ্রিদি। বল করার মাঝপথেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপরে সুস্থ হয়ে এ বছর পিএসএলে খেলতে নামেন আফ্রিদি। নেতৃত্ব দিয়ে লাহোর কালান্দার্সকে শিরোপাও এনে দেন তিনি।

পাকিস্তান টি-টোয়েন্টি দল
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শান মাসুদ, জামান খান ও শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তান ওয়ানডে দল
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হারিস সোহাইল, ইহসানউল্লাহ, ইমাম-উল-হক, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলি আঘা, শান মাসুদ, উসামা মির ও শাহিন শাহ আফ্রিদি।

 

জেকেএস/
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ