• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সাকিব-মুশফিকের হাফসেঞ্চুরি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৬:৩৯ পিএম

সাকিব-মুশফিকের হাফসেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগের দিনের করা ৩৪ রানের সঙ্গে মাত্র ৬ রান যোগ করতেই বিদায় নেন মুমিনুল হক। এর পর মাঠে এসে পুরো দায়িত্বটা তুলে নেন অধিনায়ক সাকিব ও মুশফিকুর রহিম। এ দুজন এখন পর্যন্ত গড়েছেন ১২৮ রানের জুটি।

এদিকে দ্বিতীয় দিনের শুরুতে উইকেট গেলেও ব্যাট হাতে আগ্রাসী ভূমিকায় দেখা গেছে সাকিবকে। অপরপ্রান্তে কিছুটা ধরে খেলেছেন মুশফিক। ইতোমধ্যে সাকিব তার টেস্ট ক্যারিয়ারের ৩১তম অর্ধশত তুলে নিয়েছেন। এর জন্য খেলেছেন মাত্র ৪৫ বল। অর্থাৎ বলা যায়, তিনি ওয়ানডে স্টাইলে তুলে নিয়েছেন অর্ধশত। ২৬তম অর্ধশত তুলে নিয়েছেন মুশফিকও। বর্তমানে তিনি অপরাজিত আছেন ৫৩ রানে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাঞ্চে রয়েছে দুদল। তার আগে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭০ রান। মুশফিক ৫৩ ও সাকিব অপরাজিত রয়েছেন ৭৪ রানে। অর্থাৎ পিছিয়ে রয়েছে ৪৪ রানে।

আর্কাইভ