• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মুস্তাফিজের জায়গা হয়নি দিল্লির দ্বিতীয় ম্যাচেও

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০১:৫৭ এএম

মুস্তাফিজের জায়গা হয়নি দিল্লির দ্বিতীয় ম্যাচেও

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচের মতো এ ম্যাচের একাদশেও জায়গা হয়নি টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের।

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম ম্যাচে বাজে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে দিল্লি। ঘরের মাঠে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এ ম্যাচের একাদশে দুই পরিবর্তন এনেছে দিল্লি। তবে সেখানে জায়গা হয়নি টাইগার পেসার মুস্তাফিজের। মুকেশ কুমারের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া। ব্যাটার রভমান পাওয়েলের জায়গায় দলে এসেছেন অভিষেক পোরেল।

দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, রাইলি রুশো, শরফরাজ খান, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, আমান হাকিম খান, এনরিখ নরকিয়া ও মুকেশ কুমার।

গুজরাট টাইটান্স একাদশ: ঋদ্বিমান সাহা, শুভমান গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহাম্মদ শামি, জশুয়া লিটল, যশ দয়াল ও আলজারি জোসেফ।

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ